বাংলা হান্ট ডেস্কঃ পরিবারের পাঁচ জনের হত্যা হওয়ার পর এক ফৌজির পরিবার উত্তর প্রদেশের বাগপত জেলার নিজের গ্রাম ছেড়ে পলায়ন করেছিল। কিন্তু যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারে আইন-শৃঙ্খলা উন্নত এবং কড়া হওয়ায় সাত বছর পর আবারও সেই ফৌজির পরিবার নিজের গ্রামে ফিরে আসে। গ্রামে এসে পুলিশের সাহায্য নিয়ে নিজের বাড়িঘর আর সম্পত্তি ফিরে পায়।
প্রবেশ রাঠি ভারতীয় সেনার জওয়ান আর তিনি জয়পুরে মোতায়েন ছিলেন। মিডিয়ার সাথে কথা বলার সময় তিনি বলেন, যখন থেকে যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন, তখন থেকে রাজ্যে আইনশৃঙ্খলা বজায় হয়েছে। উনি যেভাবে কুখ্যাত অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন্ম যেভাবে তাঁদের সাজা দেওয়া হচ্ছে, সেটা প্রশংসার যোগ্য।
রাজ্যের প্রতিটি জেলার মানুষদের মধ্যে অপরাধীদের নিয়ে ভয় কমেছে। আর এটা দেখেই আমি অনুভব করি যে, এবার পরিস্থিতি বদলেছে, এবার আমাদের ফিরে যাওয়া সম্ভব। সাত বছর পর নিজের পৈতৃক ভিটেতে ফেরা জওয়ানের পরিবারকে বাগপত জেলার কমিশনার, আইজি মেরঠ সমেত অনেক বড়বড় আমলারা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ওনাকে আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, একটি পুরনো বিবাদের কারণে রাঠি পরিবারের পাঁচ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। মৃতদের মধ্যে জওয়ানের মা, বাবা, ভাইয়েরা ছিলেন। এছাড়াও জওয়ানের বাড়িতে বেশ কয়েকবার হামলাও হয়েছিল। হত্যায় অভিযুক্তকে সম্প্রতি গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।
হত্যার ঘটনায় ভয় পেয়ে জওয়ান গোটা পরিবার সমেত গ্রাম ছেড়ে পলায়ন করেন। এই ঘটনা ২০১৩ সালে হয়েছিল, যখন উত্তর প্রদেশের শাসনভার অখিলেশ যাদবের কাঁধে ছিল। পুলিশের তরফ থেকে জওয়ানের পরিবারকে সুরক্ষা দেওয়ার পরেও দুষ্কৃতীরা এরকম হত্যালীলা চালিয়েছিল। যোগী সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়। আর এই কারণেই জওয়ানের পরিবার আবারও পৈতৃক ভিটেয় ফিরে আসার সিদ্ধান্ত নেন।