গাইতেই হবে ‘জনগণমন”, উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলোতে আজ থেকেই নয়া নিয়ম লাগু যোগী সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরেই জল্পনা চলছিল আর এবার সেই জল্পনায় শিলমোহর দিয়ে রাজ্যের প্রতিটি মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার। ফলে এবার থেকে প্রতিটি মাদ্রাসায় ক্লাস শুরুর পূর্বে জন-গণ-মন গাইতেই হবে প্রত্যেক পড়ুয়াকে। যদিও বর্তমানে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি হয়েছে। গোটা রাজ্যে মুসলিম সমাজ তাদের এই সিদ্ধান্তকে মানতে আপত্তি জানিয়েছে।

তাদের কথায়, “মাদ্রাসাগুলিতে 15 ই আগস্ট ও 26 শে জানুয়ারি স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রত্যেক পড়ুয়ারা জাতীয় সংগীত গায়, তো সেখানে প্রত্যেকদিন তা বাধ্যতামূলক করার কোন প্রয়োজন নেই।” তবে এই সিদ্ধান্তে যোগী আদিত্যনাথ সরকার অনড় বলেই জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ বলেন, “আজ থেকে উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলি খুলে দেওয়া হয়েছে এবং পড়ুয়ারাও এক এক করে আসতে শুরু করেছে। আমরা চাই যে, মাদ্রাসায় আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার মাধ্যমে মূলস্রোতে এগিয়ে আসুক এবং তাদের মনে দেশপ্রেমের ভাবনা জেগে উঠুক। সেই জন্যই পড়াশোনার পাশাপাশি জাতীয় সংগীত গাওয়াকেও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “মাদ্রাসায় ছোট থেকে বড় সকল ছাত্র-ছাত্রীদের দেশে এবং বিদেশে পরিচিতি লাভ এবং সাফল্য অর্জন করার জন্য আমরা কাজ করে চলেছি। এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য তুলে ধরেন। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছিলেন, “মুসলিম বাচ্চাদের প্রত্যেকের এক হাতে কোরআন এবং অপর হাতে কম্পিউটার থাকা জরুরি।”

এদিন মোদির সেই বক্তব্যকে তুলে ধরে আহমেদ জাভেদ বলেন, “নতুন অধিবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেওয়া হবে। এর পাশাপাশি রাষ্ট্রবাদী ভাবাবেগকে তুলে ধরার জন্য জাতীয় সংগীত বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


Sayan Das

সম্পর্কিত খবর