একযোগে বন্ধ হবে ১৩ হাজার মাদ্রাসা! ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত যোগী সরকারের

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকার (Yogi Adityanath) বর্তমানে অবৈধ মাদ্রাসার (Illegal Madrasa) ওপর বড় পদক্ষেপ নিয়েছে। কিছু সময় আগেই এই অবৈধ মাদ্রাসার তদন্ত করার জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম অথবা SIT এর গঠন করা হয়। তদন্তকারী কমিটির রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মোট 13 হাজার মাদ্রাসা বন্ধের সুপারিশ করা হয়েছে। গত দুই দশকে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে এই মাদ্রাসাগুলো।

SIT এর তদন্ত থেকে জানা গিয়েছে, বেশিরভাগ অবৈধ মাদ্রাসা নেপাল সীমান্তে অবস্থিত। মাদ্রাসা গুলো মূলত মহারাজগঞ্জ, শ্রাবস্তি, বাহরাইচ সহ 7 টি জেলায় ছড়িয়ে রয়েছে। সীমান্তবর্তী প্রতিটি জেলায় এ ধরনের মাদ্রাসার সংখ্যা 1000 এর থেকে বেশি। আর এই মাদ্রাসা গুলোর বেশিরভাগই তৈরি হয়েছে উপসাগরীয় দেশ অর্থাৎ Gulf দেশগুলোর টাকায়।

   

SIT তাদের রিপোর্টে আরো জানিয়েছে যে, মাদ্রাসাগুলি থেকে তাদের আয়-ব্যয়ের বিবরণ চাওয়া হলে সেগুলো দিতে পারেনি তারা। যার কারণে আশংকা করা হচ্ছে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অধীনে সংগৃহীত অর্থ মাদ্রাসা নির্মাণে ব্যবহার করা হয়। এও ধারণা করা হচ্ছে, হাওয়ালার মাধ্যমে মাদ্রাসাতে টাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন : এবার NDA-তে নবীন পট্টনায়েক! ১৫ বছর পর একসঙ্গে BJP-BJD? মহা চাপে ‘ইন্ডিয়া’ জোট

এদিকে অধিকাংশ মাদ্রাসা অনুদানের টাকায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করলেও কারা অনুদান দিয়েছেন তাদের নাম বা কোনো তালিকা প্রকাশ করতে পারেনি এই অবৈধ মাদ্রাসাগুলো। তদন্তে দেখা গেছে, মোট 23 হাজার মাদ্রাসার মধ্যে 5 হাজারের অস্থায়ী স্বীকৃতির নথি রয়েছে। প্রাথমিক তদন্তের পর, SIT আশঙ্কা করে যে মাদ্রাসা গুলোতে প্রায় 100 কোটি টাকার তহবিল রয়েছে। আর এর ফলে উত্তরপ্রদেশের সকার সমস্ত মাদ্রাসার ওপর তদন্তের নির্দেশ দেন।

up madrasa 1974318517 1709781157

আরও পড়ুন : ভয়াবহ অগ্নিকান্ড প্রাথমিক স্কুলে, কয়েক মিনিটের মধ্যেই চলে গেল এক নিস্পাপ প্রাণ, উদ্ধার ৩৮০ ছাত্রী

বিভিন্ন জায়গা থেকেই বিদেশী অর্থায়নের অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, সেরাজ্যে মোট 16,513টি স্বীকৃত মাদ্রাসা রয়েছে। অন্যদিকে অস্বীকৃত মাদ্রাসা রয়েছে সাড়ে আট হাজার। যেসমস্ত বিদেশী অর্থ সেখানে পৌঁছাচ্ছে তারই অপব্যবহার চালাচ্ছে তারা, এম খবরও সামনে আসে। এরপরই SIT গঠন করা হয় বিষয়টি দেখার জন্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর