যোগীর করিশ্মা, ৪ বছরে চাকরির সংখ্যায় নতুন রেকর্ড গড়ল উত্তরপ্রদেশ

বাংলা হান্ট ডেস্ক: আবারও নজির গড়ল যোগী সরকার। কর্মসংস্থানের নিরিখে নয়া রেকর্ড গড়ল উত্তরপ্রদেশ। সেখানে শেষ চার বছরে প্রায় ৪ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। আর কোনও রাজ্যে এতো কর্মসংস্থান তৈরি হয়নি।

আজই সেই রাজ্যে ৩২০৯ জন টিউবওয়েল চালককে নিয়োগপত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে তুলে দেন যোগী আদিত্যনাথ। এই টিউবওয়েল চালকদের নিয়োগের ফলে সেইসব চাষিরা উপকৃত হবেন যা সেচের সময় সমস্যায় পরেন। আর এই নিয়োগের ক্ষেত্রে পরিচিতি নয়, যোগ্যতাকেই একমাত্র মাপকাঠি হিসেবে দেখা হয়েছে।

প্রসঙ্গত, কর্মসংস্থান নিয়ে যোগী সরকারের প্রশংসা করেছে আদালতও। কিছুকাল আগে সে রাজ্যে ৬৯ হাজার নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি আদালত। ইতিমধ্যেই আদালতের নির্দেশ মেনে ওইসকল শিক্ষকদের নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। আর এই কারণেই বর্তমানে সবচেয়ে বেশি কর্মসংস্থানের রেকর্ড গড়েছে যোগী রাজ্য।

এক নজরে দেখে নেওয়া যাক শেষ চার বছরে কোন ক্ষেত্রে কত শূন্যপদ পূরণ হয়েছে-

পুলিশ বিভাগ- ১,৩৭,২৫৩

প্রাইমারী শিক্ষা- ১,২১,০০০

জাতীয় স্বাস্থ্য মিশন- ২৮,৬২২

ইউপি লোক সেবা আয়োগ- ২৬,১০৩

উত্তরপ্রদেশ অধীনস্থ চয়ন বোর্ড- ১৬,৭০৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ- ৮৫৫৬

মাধ্যমিক শিক্ষা বিভাগ- ১৪০০

ইউপিপিসিএল- ৬৪৪৬

উচ্চ শিক্ষা- ৪৬১৫

চিকিৎসা শিক্ষা বিভাগ- ১১১২

সহকারিতা বিভাগ- ৭২৬

নগর বিকাশ- ৭০০

অর্থ বিভাগ- ৬১৪

প্রযুক্তি বিভাগ- ৩৬৫


সম্পর্কিত খবর