ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখন্ডে,১৫০ জন ভেসে যাওয়া আশঙ্কা, দেখুন ভিডিও

উত্তরাখণ্ডের চামোলি জেলা থেকে ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনার খবর সামনে আসছে। হিমবাহতে ফাটল ধরার জন্য বন্যার পরিস্থিতি উৎপন্ন হয়েছে। প্রায় ১৫০ মানুষ ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গ্লেসিযার ফাটলের দরুন ধসের সৃষ্টি হয় এবং ধসের কারণে ধৌলিগঙ্গার বাঁধে ফাটল ধরে।

অলকনন্দা ও ধৌলিগঙ্গার তীব্র গতিতে বেশকিছু বাড়ি ঘরও ভেসে গেছে। আসাপাশের সমস্তু এলাকা খালি করা হচ্ছে। NDRF এর টিম ছাড়াও SDRF ও ITBP উদ্ধার কার্যে নেমেছে। বিগত কিছু দিন ধরেই বৃষ্টি ও তুষারপাত চলছিল। তবে এত বড় প্রাকৃতিক দুর্যোগ ঘটার আশঙ্কা ছিল না।

সেনার ৬০০ জওয়ান বন্যা প্রভাবিত এলকায় রওনা দিয়েছেন। বন্যার পরিস্থিতি নিয়ে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত দুর্যোগের উপর টুইট করেছেন এবং বলেছেন পুরো দেশ উত্তরাখন্ডের পাশে রয়েছে।

চিন্তার বিষয় এই যে ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে যে সকল কর্মীরা কাজ করছিলেন এখন তাদের কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে প্রশাসন ১৫০ জন বন্যায় ভেসে গেছে বলে আশঙ্কা করছে। রাহুল গান্ধী টুইট করে এই দুর্যোগের উপর সমবেদনা প্রকাশ করেছেন। রাজ্য সরকার সকল ক্ষতিগ্রস্থদের সাহায্য প্রদান করুক বলে দাবি করেছেন। একই সাথে কংগ্রেসকর্মীরা বন্যা প্রভাবিত লোকেদের সাহায্যে দাঁড়াবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

সম্পর্কিত খবর