বাংলা হান্ট ডেস্কঃ ভারত অধিনায়ক বিরাট কোহলির খারাপ ফর্ম অব্যহত। গতকাল ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকাল যখন 1 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারত ওপেনার কে এল রাহুল সেই সময় ভারতের প্রয়োজন ছিল বিরাট কোহলির একটা ভালো ইনিংসের। কিন্তু ব্যর্থ হন বিরাট কোহলি, শূন্য রানে ফিরে যান তিনি।
তারপর থেকে একদিকে কোহলিকে নিয়ে যেমন ব্যাপক সমালোচনা হচ্ছে তেমনই অপরদিকে কোহলি কে নিয়ে ব্যাপক ট্রোল চলছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ট্রোল করে একটি টুইট করল উত্তরাখণ্ড পুলিশ। সেই টুইটে বিরাট কোহলির শূন্য রানে আউট হওয়ার তুলনা দিয়ে ড্রাইভিং সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে উত্তরাখণ্ড পুলিশ।
এইদিন দ্রুত রান করার জন্য শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করার চেষ্টা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেখানেই তিনি করে ফেলেন বড়সড় ভুল। ইংল্যান্ডের বোলার আদিল রাশিদের বলে আউট হয় শূন্য রানে প্যাবিলিয়নে ফিরে যান বিরাট কোহলি। কোহলির এই আউট নিয়ে টুইট করে উত্তরাখণ্ড পুলিশের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “গাড়ি চালানোর জন্য শুধু একটি হেলমেটই যথেষ্ট নয়, পুরো সচেতনতার সঙ্গে গাড়ি চালানো উচিৎ, না হলে আপনিও শূন্য হয়ে যেতে পারেন।”