বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপাড়ায় এক নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন তৃণমূলের যুবনেতা বলে পরিচিত, অন্যজন ওই নাবালিকারই নাবালক বন্ধু। ঘটনার পর থেকে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের বিক্ষোভে উত্তাল উত্তরপাড়া।
প্রথমে ‘তৃণমূল নেতা’ পরে নিজেকে ‘সিভিক ভলেন্টিয়ার’এর পরিচয় দিয়ে ধর্ষণ (Rape)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্ত দীপঙ্করের আরও দুই সঙ্গী এখনও অধরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিবারের দাবি, অভিযুক্ত যুবক নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে আগেও হুমকি দিয়েছিল। এবার ‘আমি সিভিক ভলান্টিয়ার’ পরিচয় দিয়েই নাবালিকাকে ধর্ষণ (Rape) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বলেও দাবি পরিবারের। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র শোরগোল তৈরি হয়েছে।
ধৃত তৃণমূল নেতা আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের সামনে দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। পাশাপাশি তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে বাঁচানোর আর্জিও জানান। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়। ঘটনার (Rape) প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। আগামী ১৪ জানুয়ারি উত্তরপাড়ায় আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছে বামফ্রন্ট। সেই কর্মসূচিতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থানার সামনে বিক্ষোভে সামিল হবেন বলে জানানো হয়েছে। এআইডিএসও-র পক্ষ থেকেও আলাদা করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
এদিকে ধৃত যুবকের সঙ্গে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতার ছবি সামনে আসায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অভিযুক্ত যুবক দলের কোনও পদে নেই। শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক যুব তৃণমূলের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, “অপরাধ অপরাধই। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যার কথা বলা হচ্ছে, সে দলে কোনও পদেও নেই। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। দল কোনও অপকর্মকে প্রশ্রয় দেয় না, দেবেও না।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বছর ষোলোর এক নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানার ভিতরে গিয়েছিল। সেই সময় দুই সঙ্গীকে নিয়ে সেখানে হাজির হন অভিযুক্ত যুবক। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ (Rape) করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে উত্তরপাড়ায় এখন রাজনৈতিক উত্তেজনা চরমে। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে গোটা এলাকা।












