বাংলা হান্ট ডেস্ক: স্কুল থেকে ফেরার পথে ১৭ বছরের কিশোরীকে প্রায়ই বিরক্ত করত কিছু যুবক। কিন্তু শুক্রবার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ওই দিন স্কুল থেকে সাইকেল চালিয়ে ফেরার পথে তিন যুবক ওই কিশোরীর ওড়না ধরে টান দেয়। টান লাগায় ছিটকে পড়ে যায় ওই কিশোরী। সেই সময়ই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক ওই কিশোরীকে পিষে দিয়ে চলে যায়। আর সেই আঘাতেই মৃত্যু হল ওই কিশোরীর। চাঞ্চল্য হলো এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আম্বেদকর নগরে (Ambedkar Nagar)।
এরপরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখলে গোটা ঘটনাটি সামনে আসে। দেখা যায়, দুপুর সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে ফিরছিল ওই কিশোরী। হঠাৎ পথ আটকে তিন যুবক তাকে হেনস্থা (Harrassment) করতে শুরু করে। পাশ কাটিয়ে সাইকেল নিয়ে বের হতে যায় কিশোরী। সেই সময়ে ঠিক পিছন থেকে ওড়না দিয়ে হ্যাঁচকা টান মারে শাহনাওয়াজ ও আরবাজ নামে দুই দুষ্কৃতী। এরপরই মাটিতে পড়ে যায় ওই কিশোরী। কিন্তু তখনই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক তার দেহের উপর দিয়ে চলে যায়।
अंबेडकरनगर में बच्ची का दुपट्टा खींचकर रौंदने के आरोपी पुलिस मुठभेड़ में गिरफ्तार. pic.twitter.com/3ioEuX8I70
— Utkarsh Singh (@UtkarshSingh_) September 17, 2023
মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, ফয়জল নামে যে যুবক বাইক চাপা দিয়েছে সে ওই দুষ্কৃতীদের সঙ্গে জড়িত। এরপরই পুলিশে মামলা দায়ের হয়। শুরু হয় তল্লাশি অভিযান। সেই তল্লাশি অভিযান চলাকালীন পুলিশের রাইফেল নিয়ে পালিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। এরপরই পুলিশ ধাওয়া করতে শুরু করলে তিনজনই গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি (Shoot) চালায়। এরপর তিনজনের পায়ে গুলি করা হয়। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।