ভারতের সাথে হাত মিলিয়ে নিল উজবেকিস্তান, সন্ত্রাস দমনে একসাথে করবে কাজ

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) এবং উজবেকিস্তানের (uzbekistan) রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভের মধ্যে শুক্রবার এক ভার্চুয়াল বৈঠক সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর উজবেকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও, বর্তমানে করোনা আবহে সেই যাওয়ার বাতিল হয়ে যায়। তা সত্ত্বেও দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠকে যোগ দিলেন দুই দেশের প্রধানরা।

সন্ত্রাস দমনে একে অন্যের পাশে থাকা থেকে শুরু করে বিগত ৫ বছর ধরে উজবেকিস্তানের দায়িত্ব সামলে নিজের জায়গায় অবিচল থাকায়ও রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ১৪ ই ডিসেম্বর রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভ উজবেকিস্তানে তাঁর শাসনকাল সম্পূর্ণ করছেন।

nvvnvndjnkjn

ভারত এবং উজেবিকাস্তানের মধ্যেকার বৈঠকে দুই দেশের প্রধানই সন্ত্রাস দমনের বিষয়ে জোর দেন। বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে উজবেকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে সমানভাবে এগিয়ে যাওয়ার বার্তাও দেন প্রধানমন্ত্রী মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোন পদক্ষেপে ভারতকে পাশে পাওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন বৈঠকে কিছু পুরোন স্মৃতিও উঠে আসে দুজনের মধ্যেকার আলোচনার মাধ্যমে। মোদী জামানায় ২০১৮ এবং ২০১৯ সালে দুবার ভারত সফরে এসেছিলেন উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভ। শুক্রবারের বৈঠকে সেই কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘উজবেকিস্তানের রাষ্ট্রপতির ভারত সফরের পর থেকেই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হয়েছে। তৈরি হয়েছে এক মধুর সম্পর্ক। খুলেছে একাধিক বিষয়ে আলোচনার পথ। সেই সমস্ত কিছুই মাথায় রেখে আমরা পরবর্তীতে একসঙ্গে অনেক কাজের দিকে এগিয়ে যাব’।

1600x960 1017299 narendra modi

আগামী ১৪ ই ডিসেম্বর শওকত মিরজিওয়েভ উজবেকিস্তানের রাষ্ট্রপতির আসনে তাঁর ৫ বছরের শাসনকাল সম্পন্ন করছেন। সেই বিষয়েও প্রধানমন্ত্রী মোদী বৈঠকের মধ্যে দিয়েই তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।


Smita Hari

সম্পর্কিত খবর