উচ্চমাধ্যমিক পাশেই সরকারি চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল BSF, এভাবে করুন আবেদন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বিএসএফ (BSF)। দেশের সীমান্ত বরাবর অতন্দ্র প্রহরায় নিয়োজিত জওয়ানদের দেখে অনেকেই তাঁদের মতো হওয়ার স্বপ্ন দেখেন। দেশের যুবসমাজের যারা বিএসএফে (BSF) যোগ দেওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এল এবার বড় খবর। বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে বিএসএফ। এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলে বিএসএফ (BSF)

উচ্চমাধ্যমিক পাশ করে যারা চাকরি করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এবার এল বড় সুখবর। ১১০০ র বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বিএসএফের (BSF) তরফে। কীভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখই বা কবে? রইল যাবতীয় তথ্য।

Vacancy in BSF recruitment starts soon

কতগুলি শূন্যপদে নিয়োগ হচ্ছে: বিএসএফ (BSF) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১১২১ শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এথ মধ্যে হেড কনস্টেবল (রেডিও অপারেটর) পদ রয়েছে ৯১০ টি এবং হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদ রয়েছে ২১১ টি। হেড কনস্টেবল (রেডিও অপারেটর) (BSF) পদে আবেদনের যোগ্যতা- এই পদে আবেদনের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর মধ্যে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক পাশ করলেও আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে আইটিআই পাশ হতে হবে। হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা একই রাখা হয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, শান্তনু-সুব্রতর দ্বন্দ্ব থেকেই এবার রাজনীতির নতুন অধ্যায় শুরু ঠাকুর পরিবারে?

আবেদনের বয়সসীমা কত: নূন্যতম ১৮ বছর বয়স হলে তবেই আবেদন করা যাবে এই দুই শূন্যপদের জন্য। সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। আবেদন করার জন্য সাধারণ বা জেনারেল কাস্ট প্রার্থীদের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য লাগবে না। নিয়োগের (BSF) ক্ষেত্রে প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর তারপর হবে মেডিকেল পরীক্ষা।

আরও পড়ুন : এক বছর লাগবে না, পুজোর আগেই ‘ঘর ওয়াপসি’? বৌবাজারের গৃহহীনদের বড় আশ্বাস ফিরহাদের

অনলাইনে আবেদনের জন্য প্রথমেই যেতে হবে www.rectt.bsf.gov.in ওয়েবসাইটে। এরপর Apply Online – HC (RO/RM) Recruitment 2025 অপশনে যেতে হবে। সেখানেই মিলবে আবেদনপত্র। তা সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। এরপর জরুরি নথি যা প্রয়োজন সেইমতো আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করুন। যে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে তা নিজের কাছে রাখুন। উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ শে সেপ্টেম্বর।