পাত্র কোভিশিল্ডের দুটি ডোজ না নিলে বিয়ে করব না! সাফ দাবি পাত্রীর, পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ করোনা নিয়ে এখন বিধ্বস্ত গোটা দেশ। একদিকে যেমন ভেঙে পড়ছে স্বাস্থ্যব্যবস্থা, তেমনি অন্যদিকে জীবনদায়ী ভ্যাকসিন নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন পাওয়াই একটা বড় দায় হয়ে উঠেছে। এরইমধ্যে ভাইরাল হলো এমন একটি পোস্ট, যা হয়তো প্রথমে আপনাকে হাসাবে তবে অবশ্যই সচেতনতার কথাটিও মাথায় রাখা দরকার।

পাত্র পাত্রীর বিজ্ঞাপন যে কোন সংবাদপত্রের একটি অতি পরিচিত বিষয়। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে অনেকেই খুঁজে নিতে চান তার জীবন সাথীকে। এ রকমই এক সংবাদপত্রে প্রকাশিত হলো একটি অদ্ভুত বিজ্ঞাপন। পাত্রীর তরফ লেখা হয়েছে, তিনি ইতিমধ্যেই কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েছেন। তাই তিনি এমন পাত্রকে বিয়ে করতে চান যিনি অবশ্যই কোভিশিল্ডের দুটি ডোজ পেয়েছেন। আর সমস্ত গুণ মিললেও পাত্র যদি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে না থাকেন তাহলে তাকে বিবাহ করবেন না তিনি। স্বাভাবিকভাবেই বিজ্ঞাপনটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

 

এই বিজ্ঞাপন দেখে চুপ থাকতে পারেননি কংগ্রেস সাংসদ শশী থারুরও। কেরলের তিরুবন্তপুরমের এই সাংসদ সাথে সাথেই পোস্টটি রিটুইট করেন এবং লেখেন, “ভ্যাক্সিনেটেড একজন পাত্রী ভ্যাকসিনেটেড হওয়া পাত্র দাবি করেছেন। ওদের বিয়েতে সবথেকে সুন্দর উপহার হবে ভ্যাকসিনের বুস্টার শট এতে কোন সন্দেহ নেই। এটাই কি তাহলে আমাদের নিউ নরমাল হতে চলেছে?”

যদিও শশী থারুরের এই টুইটটিকে অনেকেই মোবাইলের কারসাজি বলে দাবি করেছেন। অনেকে আবার রসিকতায় মেতেছেন টুইটটি নিয়ে। অনেকে এও বলেন, এতে ওই পাত্রীর মোবাইল নম্বর রয়েছে। তাই শশী থারুরের এভাবে পোস্টটি শেয়ার করা উচিত হয়নি। সব মিলিয়ে এরকম এক বিধ্বস্ত মুহূর্তে কিছুটা হাসির খোরাক যে তৈরি করল এই পোস্ট এতে কোন সন্দেহ নেই। তবে অবশ্যই সচেতনতার কথাও মাথায় রাখতে হবে। গবেষকরা বারবার জানাচ্ছেন, কোভিড থেকে বাঁচতে এখন ভ্যাকসিনই একমাত্র উপায়। আর তাই কোন দ্বিধা না করে তা গ্রহণ করা দরকার সকলেরই।

Abhirup Das

সম্পর্কিত খবর