বাংলা হান্ট ডেস্ক: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) বর্তমানে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করছেন। এই সফর এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে দ্বিতীয় মাল্টি ডে ম্যাচটি ৭ অক্টোবর (মঙ্গলবার) শুরু হয়েছে। এটাই এই সফরের শেষ ম্যাচ। তবে, এই ম্যাচে মাঠে নামার আগে বৈভব সূর্যবংশী রীতিমতো সতর্কতার সম্মুখীন হয়েছেন। শুধু তাই নয়, ভারতে ফিরে আসার পর তাঁকে পরীক্ষারও সম্মুখীন হতে হবে। হ্যাঁ, প্রথমে এটা পড়ে অবাক হলেও বিষয়টি নেহাত মজার ছলে ঘটেছে।
অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বৈভব (Vaibhav Sooryavanshi):
ফিটনেসের ব্যাপারে অবহেলা? প্রশ্ন করলেন কোচ: আসলে ম্যাচের রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে ভিডিও কলে কথা বলেন বৈভব (Vaibhav Sooryavanshi)। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজস্থান রয়্যালসের তরফে সামনে আনা হয়েছে। যেটি তুমুল ভাইরাল হতেও শুরু করেছে।
Waiting to see you, Vaibhav 💗😂 pic.twitter.com/8TzFMMQTD4
— Rajasthan Royals (@rajasthanroyals) October 6, 2025
টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ওই ভিডিও কলের মাধ্যমে প্রথমে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) অস্ট্রেলিয়ায় তার সময় উপভোগ করার কথা বলেন। তারপর তিনি তাঁকে তাঁর ফিটনেস সম্পর্কে জিজ্ঞাসা করেন “তোমার ফিটনেস কেমন রয়েছে?”।
আরও পড়ুন: হয়ে গেল বড় ঘোষণা! এই দেশের সঙ্গে সম্পন্ন হবে মুক্ত বাণিজ্য চুক্তি, কী জানালেন পীযূষ গোয়েল?
যার উত্তরে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) জানান যে, তিনি সেদিকে নজর দিচ্ছেন। এটা শুনেই বিক্রম রাঠোর বৈভবকে জানান, “আমরা যখন তোমাকে দেখব তখনই জানতে পারব। তুমি আগে এসো…।” এদিকে, ফিটনেস নিয়ে বৈভব সূর্যবংশীর সঙ্গে প্রশ্নোত্তর পর্বের পর, বিক্রম রাঠোর আবারও তাঁকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
আরও পড়ুন: আর নয় চিন-নির্ভরতা! দেশের প্রথম কোম্পানি হিসেবে সরকারের কাছ থেকে বিশেষ সার্টিফিকেট পেল Ola
অস্ট্রেলিয়ায় বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স: চলতি অস্ট্রেলিয়া সফরে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) পারফরম্যান্স সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, সেখানে খেলা মাল্টি-ডে ম্যাচের প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন। বৈভব সেখানে ১১৩ রান করেন। যা মাল্টি-ডে ফরম্যাটে এখনও পর্যন্ত তাঁর সেরা স্কোর হিসেবে বিবেচিত হচ্ছে।