বৈভব সূর্যবংশী পেলেন বড় সুযোগ! এবার এই দেশে হবে রানের বৃষ্টি, সূচি ঘোষণা করল BCCI

Published on:

Published on:

Vaibhav Sooryavanshi will now show his dominance in this country.

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ময়দানে ফের দাপট দেখা যাবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)! মূলত, গত বুধবার BCCI অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে। ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনের পর, বৈভব সূর্যবংশীকে অস্ট্রেলিয়া সফরের জন্যও নির্বাচিত করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সফর তরুণ খেলোয়াড়দের জন্য তাঁদের প্রতিভা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ হবে। BCCI আয়ুষ মাত্রের নেতৃত্বে দলে ১৭ জন খেলোয়াড়কে নির্বাচন করেছে এবং ৫ জন স্ট্যান্ডবাই খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে।

এবার অস্ট্রেলিয়ায় দাপট দেখাবেন বৈভব (Vaibhav Sooryavanshi):

আগামী সেপ্টেম্বরে এই সফরে, ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়ান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩ টি ODI এবং ২ টি মাল্টি-ডে ম্যাচ খেলবে। মাল্টি-ডে ম্যাচ ৪ দিনের হয়। যার প্রথম ম্যাচটি আগামী ২১ সেপ্টেম্বর সম্পন্ন হবে। এই সফরের শেষ ম্যাচটি সম্পন্ন হবে আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে। মূলত, IPL-এ ব্যাট হাতে দাপট দেখানোর পর, বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত করা হয়েছিল। যেখানে তিনি দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এবং একাধিক রেকর্ডও তৈরি করেছেন।

বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈভব (Vaibhav Sooryavanshi) এখনও পর্যন্ত ৫ টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১০০ রান, ৬ টি লিস্ট এ ম্যাচে ১৩২ রান এবং ৮ টি T20 ম্যাচে ২৬৫ রান করেছেন। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৭ টি ম্যাচ (৫ টি ODI এবং ২ টি টেস্ট) খেলেছেন। যেখানে বৈভব মোট ৪৪৫ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৪৩ রানের একটি ঐতিহাসিক ইনিংস। যা তিনি মাত্র ৭৮ বলে করেন। ওই ইনিংসে তিনি ১০ টি ছক্কা এবং ১৩ টি চার মারেন।

আরও পড়ুন: বন্দে ভারতই করছে বাজিমাত! সংসদে বড় আপডেট দিলেন রেলমন্ত্রী, যাত্রীদের জন্য মিলল সুখবর

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত খেলোয়াড়: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), রাহুল কুমার, ডি দীপেশ, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, কিষাণ কুমার, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, আনমোলজিৎ সিং, আমান চৌহান, খিলান প্যাটেল, উধব মোহন।

আরও পড়ুন: এ কেমন বন্ধুত্ব! ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপ করে পাকিস্তানের সঙ্গে বড় “ডিল” আমেরিকার

ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ শিডিউল:
প্রথম ODI- রবিবার, ২১ সেপ্টেম্বর
দ্বিতীয় ODI – বুধবার, ২৪ সেপ্টেম্বর
তৃতীয় ODI – শুক্রবার, ২৬ সেপ্টেম্বর
প্রথম মাল্টি-ডে ম্যাচ – ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর
দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ – ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর