বিহারের নির্বাচনে “এন্ট্রি” বৈভব সূর্যবংশীর! পেলেন বিশেষ দায়িত্ব

Published on:

Published on:

Vaibhav Suryavanshi gets big responsibility in Bihar election.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ইতিমধ্যেই মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেটের ময়দানে নিজের দাপট বারংবার দেখিয়েছেন। শুধু তাই নয়, দেশের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন দিনে। এমতাবস্থায়, ঝোড়ো ব্যাটিংয়ের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বৈভব এবার একটি বিশেষ কারণে উঠে এলেন খবরের শিরোনামে। মূলত, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বৈভবকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

বড় দায়িত্ব পেলেন বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi):

বৈভব সূর্যবংশীকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে: জানিয়ে রাখি যে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন একটি বড় পদক্ষেপ নিয়েছে। তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) “ফিউচার ভোটার আইকন” হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য যে, বিহার বিধানসভা নির্বাচন ২ টি ধাপে সম্পন্ন হবে। যার প্রথম ধাপ হবে আগামী ৬ নভেম্বর এবং দ্বিতীয় ধাপটি হবে আগামী ১১ নভেম্বর। এমতাবস্থায়, ভোটদানের গুরুত্ব তুলে ধরতে এবং জনগণকে একত্র করার লক্ষ্যে, নির্বাচন কমিশন বিশিষ্ট ব্যক্তিত্বদের তাদের আইকন হিসেবে ব্যবহার করেছে। এই লক্ষ্যেও এবার বৈভব সূর্যবংশীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈভব সূর্যবংশী বিশেষ আবেদন করেছেন: ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে বৈভব বিহারের জনগণের উদ্দেশ্যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর! মাত্র ৬০ টাকায় ইডেন গার্ডেন্সে দেখা যাবে টিম ইন্ডিয়ার ম্যাচ

ওই ভিডিও বার্তায় বৈভব সূর্যবংশী জানিয়েছেন, “”নমস্কার, আমি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই। যখনই আমি মাঠে নামি, তখন আমার কাজ হলো ভালো খেলা এবং আমার দলকে জিততে সাহায্য করা। একইভাবে, গণতন্ত্রে, আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। অতএব, সচেতন নাগরিক হন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে এবং তাদের সরকার নির্বাচন করবে।

আরও পড়ুন: ৫ বছরেই দাম বেড়েছে প্রায় ১০,০০০ শতাংশ! শেয়ার বাজারে সবার নজর এই কোম্পানির স্টকের ওপর

অন্যদিকে, জনপ্রিয় ওয়েব সিরিজ “পঞ্চায়েত”-এর অভিনেতা চন্দন রায় থেকে শুরু করে বিহারের সহরসা অভিনেতা পঙ্কজ ঝাকে সুইপ আইকন করা হয়েছে। এছাড়াও, উশু খেলোয়াড় সৌম্য আনন্দ, আয়ুশ ঠাকুর, হকি খেলোয়াড় জ্যোতি কুমারী, সমাজকর্মী তাবাসসুম আলী এবং চিত্রকলায় চমৎকার কাজ করা অশোক কুমার বিশ্বাসকে সুইপ আইকন হিসেবে নির্বাচিত করা হয়েছে।