বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL ২০২৫-এ দুর্দান্ত সেঞ্চুরি করা রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী এবার প্রো কাবাডি লিগে (Pro Kabaddi League) বড় ভূমিকা পালন করতে চলেছেন। ১৪ বছর বয়সী এই খেলোয়াড় IPL ২০২৫-এর পরে ইংল্যান্ডে তাঁর ব্যাটিং দক্ষতা দেখিয়েছিলেন। এবার তাঁকে প্রো কাবাডি লিগের ১২ তম মরশুমে তিনি আমন্ত্রণ পেয়েছেন। যেটি নিঃসন্দেহে একটি বড় বিষয়। উল্লেখ্য যে, প্রো কাবাডি লিগ ৩০২৫ আগামী ২৯ অগাস্ট থেকে বিশাখাপত্তনমের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া দিবসের আবহে শুরু হতে চলেছে। সেটি উদ্বোধন করবেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনিং ব্যাটার বৈভব সূর্যবংশী। সেই সময়ে, বিভিন্ন খেলার প্রাক্তন খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন।
প্রো কাবাডি লিগে (Pro Kabaddi League) আমন্ত্রণ পেলেন বৈভব সূর্যবংশী:
জানিয়ে রাখি যে, প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) ১২ তম মরশুমের উদ্বোধন করবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি পুলেলা গোপীচাঁদ, ভারতের প্রাক্তন হকি অধিনায়ক ধনরাজ পিল্লাই, কাবাডি সুপারস্টার প্রদীপ নারওয়াল এবং টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার বৈভব সূর্যবংশী। এই বিষয়ে স্বাভাবিকভাবেই আনন্দ প্রকাশ করেছেন বৈভব।
কী জানিয়েছেন বৈভব: বৈভব জানিয়েছেন, “ন্যাশনাল স্পোর্টস ডে আমাকে এটাই মনে করিয়ে দেয় যে খেলাধুলা কীভাবে সকলকে একত্র করে। খেলাধুলা দলবদ্ধতা, শৃঙ্খলা শেখায়। রাজস্থান রয়্যালসের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি আশা করি আমার মতো আরও কমবয়সীরা খেলতে শুরু করবে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখবে।” উল্লেখ্য যে, প্রো কাবাডি লিগ (Pro Kabaddi League) ২০২৫-এর প্রথম ম্যাচটি তেলুগু টাইটানস এবং তামিল থালাইভাসের মধ্যে সম্পন্ন হবে।
এই মরশুমে একাধিক পরিবর্তন আনা হয়েছে: এই মরশুমটিকে (Pro Kabaddi League) আকর্ষণীয় করে তোলার জন্য একাধিক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। প্রথমবারের মতো, সমস্ত ম্যাচের ফলাফল ঘোষণা করা হবে। লিগ পর্যায়েও, ড্র ম্যাচগুলি টাইব্রেকার দ্বারা নির্ধারিত হবে। লিগ এবং প্লে-অফের মধ্যে একটি নতুন “প্লে-ইন” পর্যায় চালু করা হয়েছে। এদিকে, শীর্ষ ২ টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে, এবং তৃতীয় এবং চতুর্থ দলগুলি একটি মিনি বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা দলগুলি প্লে-ইন পর্যায়ে যাওয়ার জন্য লড়াই করবে। এই লিগের সমস্ত ম্যাচ দেশের ৪ টি শহরে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কিনে কতটা লাভবান হয়েছে ভারত? এবার মিলল সেই তথ্য
কোথায় কোথায় ম্যাচগুলি সম্পন্ন হবে: প্রো কাবাডি লিগ ২০২৫-এর লিগ পর্যায়ের ম্যাচগুলি বিশাখাপত্তনম থেকে শুরু করে জয়পুর, চেন্নাই এবং দিল্লিতে সম্পন্ন হবে। এই টুর্নামেন্টটি ২৯ অগাস্ট বিশাখাপত্তনমের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে। প্রো কাবাডি লিগ ২০২৫-এর প্রত্যেক ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। যদি আপনি মোবাইলে ম্যাচটি দেখতে চান সেক্ষেত্রে আপনি জিও হটস্টারে সরাসরি এটি দেখতে পারেন।
আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর! ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, জেনে নিন এখনই
সময়: জানিয়ে রাখি যে, বিশাখাপত্তনম, জয়পুর এবং চেন্নাইয়ে সম্পন্ন হতে চলা ম্যাচগুলি ডাবল হেডারে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি রাত ৮:০০ টায় এবং দ্বিতীয়টি রাত ৯:০০ টায় শুরু হবে। দিল্লিতে একদিনে ৩ টি ম্যাচ সম্পন্ন হবে। উল্লেখ্য যে, প্রো কাবাডি লিগ ২০২৪-এর শিরোপা জিতেছিল হরিয়াণা স্টিলার্স।