বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে চতুর্থ ইউথ ODI ম্যাচে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ১৪৩ রান করেন। মাত্র ৫২ বলে সূর্যবংশী ওই দুর্ধর্ষ ইনিংস উপহার দেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই সেঞ্চুরি ইউথ ODI-তে যেকোনও ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, বৈভব রেকর্ড সৃষ্টিকারী তাঁর ওই সেঞ্চুরি সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তাঁর পরবর্তী লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন। মূলত, বৈভব বলেছেন যে, তাঁর পরবর্তী লক্ষ্য হল ODI-তে ডাবল সেঞ্চুরি করা। ইতিমধ্যেই BCCI-এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে বৈভব জানিয়েছেন, তিনি অধিনায়ক গিলের দ্বারা অনুপ্রাণিত।
কী জানিয়েছেন বৈভব (Vaibhav Suryavanshi):
বৈভব (Vaibhav Suryavanshi) বলেন, গিল একটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি করার পরেও ধীরগতি প্রদর্শন করেননি এবং দলকে এগিয়ে নিয়ে গেছেন। এদিকে, অনূর্ধ্ব-১৯ ম্যাচে ১৪৩ রানে আউট হওয়ার জন্য তিনি অনুতপ্ত বলেও জানান বৈভব। তিনি বলেন, তাঁর হাতে অনেক সময় ছিল, কিন্তু একটা শটে তিনি তার ১০০ শতাংশ দিতে পারেননি। যার ফলে তাঁর ইনিংস শেষ হয়ে যায়।
গিল সম্পর্কে বৈভব (Vaibhav Suryavanshi) বলেন, “তাঁর খেলা দেখে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি। ১০০ এবং ২০০ রান করার পরেও তিনি খেলতে থাকেন এবং দলকে এগিয়ে নিয়ে যান। আমার মনে ছিল যে আমি আরও খেলতে পারতাম। কারণ আমার কাছে অনেক সময় বাকি ছিল। ২০ ওভার বাকি ছিল। একটা শট ছিল যেখানে আমি আমার ১০০ শতাংশ দিতে পারিনি। যার কারণে আমি আউট হয়ে গেলাম। আমি গিলের মতো দীর্ঘ সময় খেলার চেষ্টা করব।”
আরও পড়ুন: এবার রাজনীতিতে “এন্ট্রি” নিলেন ইলন মাস্ক! হতে পারবেন রাষ্ট্রপতি? কী বলছে আমেরিকার সংবিধান?
পরবর্তী লক্ষ্য ODI-তে ডাবল সেঞ্চুরি করা: বৈভব (Vaibhav Suryavanshi) তাঁর পরবর্তী লক্ষ্য সম্পর্কে আরও প্রকাশ করেছেন যে তার পরবর্তী লক্ষ্য একটি ডাবল সেঞ্চুরি। ১৪ বছর বয়সী এই ব্যাটার বলেছেন যে, পরবর্তী ম্যাচে তিনি পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করবেন। কারণ, তিনি যত বেশি রান করবেন, দল তত বেশি লাভবান হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত অনূর্ধ্ব-১৯ ইতিমধ্যেই ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯-এর বিরুদ্ধে সিরিজ জিতেছে। এখন ওই সিরিজের আরও ১ টি ম্যাচ বাকি আছে।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯-এর বিরুদ্ধে চতুর্থ ইউথ ODI-তে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। বেন মেসের বলে আউট হওয়ার আগে বৈভব ১৪ টি চার এবং ১০ টি ছক্কা মারতে সক্ষম হন। ওই ম্যাচে ইংল্যান্ড টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আর ওই ম্যাচেই বৈভব ১৪৩ রান করেন।