বাংলা হান্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ইনিংসের পর, বিজয় হাজারে ট্রফিতেও দাপট দেখিয়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তবে, বিজয় হাজারে ট্রফিতে একটি ম্যাচ খেলেই এবার ওই টুর্নামেন্ট আর খেলবেন না তিনি। মূলত, বিহারের হয়ে খেলা ১৪ বছর বয়সী এই ব্যাটার একটি নির্দিষ্ট কারণে টুর্নামেন্টটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এর কারণ হল একটি বিশেষ পুরস্কার। যেটি তাঁকে দেশের রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করতে হবে। এই কারণেই বৈভব তাঁর প্রথম ম্যাচের পরে দিল্লিতে পৌঁছেছেন।
বিজয় হাজারে ট্রফি থেকে বেরিয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi):
প্রথম ম্যাচেই রেকর্ড ভেঙে ফেলেন: জানিয়ে রাখি যে, বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬ শুরু হয়েছে গত বুধবার। অর্থাৎ ২৪ ডিসেম্বর। সেখানে বিহারের প্রথম ম্যাচটি ছিল অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। ওই ম্যাচে বৈভব একটি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। বাঁহাতি এই তারকা ওপেনার মাত্র ৮৪ বলে ১৯০ রান করে চমকপ্রদ ইনিংস খেলে রেকর্ড গড়েন। বৈভব এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ডও ভেঙে ফেলেন মাত্র ৫৯ বলে ১৫০ রান করেন।

বৈভব কোন পুরস্কার পাবেন: বৈভব সূর্যবংশীর ইনিংসের ওপর ভিত্তি করে ওই ম্যাচে বিহার ৫৭৪ রানের বিশাল রান তোলে। যা দলের জন্য সহজ জয়ের দিকে এগিয়ে দেয়। কিন্তু এখন বিহারকে বৈভব টুর্নামেন্টে খেলতে হবে।
আরও পড়ুন: আদানির হাতেই বাংলাদেশের বিদ্যুতের সুইচ! পরিস্থিতি বেগতিক হলেই অন্ধকার হবে পড়শি দেশ
আসলে, বৈভব সূর্যবংশীকে এই বছর কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মানিত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ২৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার, নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই বিশেষ পুরস্কার প্রদান করবেন। সেই সময় বৈভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন। এই গুরুত্বপূর্ণ দিনে অংশ নিতেই বৈভব তাঁর প্রথম ম্যাচ খেলার পর সরাসরি দিল্লিতে উড়ে যান।
আরও পড়ুন: চিন্তা বাড়বে আমেরিকা-ইউরোপের? রাশিয়া থেকে ফের তেল আসছে আম্বানির শোধনাগারে
বৈভব তাঁর পরবর্তী ম্যাচ কবে খেলবেন: বিহারের পরবর্তী ম্যাচ ২৬ ডিসেম্বর। তাই বৈভব এতে অংশগ্রহণ করতে পারবে না। তবে, এরপরও তিনি ওই টুর্নামেন্টে খেলতে পারবে না। কারণ তিনি অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেবে। যেখানে ভারতীয় দল আগামী ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে। ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৩ ম্যাচের ODI সিরিজ খেলবে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলা হবে। এর মানে হল, এখন ক্রিকেট অনুরাগীদের বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস দেখার জন্য আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।












