বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের তরুণ খেলোয়াড় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) প্রায়শই থাকেন খবরের শিরোনামে। শুধু তাই নয়, সচিন পুত্র অর্জুন তেন্ডুলকারও থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি, সৈয়দ মুস্তাক আলী ট্রফির একটি গ্রুপ ম্যাচে এই দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছিলেন। যা ক্রিকেট অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই ম্যাচে অর্জুন তেন্ডুলকারের দল গোয়া জয়লাভ করেছিল।
বৈভব (Vaibhav Suryavanshi) দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন:
এদিকে, বৈভব সূর্যবংশীর দল পরাজয়ের সম্মুখীন হলেও, তিনি কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। বৈভব ২৫ বলে ৪৬ রান করেন। যার মধ্যে ৪ টি চার এবং ৪ টি ছক্কা ছিল। এদিকে, অর্জুন তেন্ডুলকার ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ টি উইকেট নেন। তবে, ব্যাট হাতে অর্জুন মাত্র ৫ রান করতে পেরেছিলেন।

এমতাবস্থায়, বৈভব সূর্যবংশী এবং অর্জুন তেন্ডুলকার এবার IPL-এ মুখোমুখি হতে পারেন। বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালস দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এদিকে, অর্জুন তেন্ডুলকার আগমী মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন। লখনউ তাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিনে নিয়েছে। তবে, এই দুই খেলোয়াড়ের বেতনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
আরও পড়ুন: বছরের শেষে আমজনতার জন্য সুখবর! রেপো রেট কমাল RBI, বাড়ি-গাড়ির ঋণে মিলবে স্বস্তি
জানিয়ে রাখি যে, IPL ২০২৫-এর আগে নিলামে রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীকে কিনেছিল। রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীর জন্য ১.১০ কোটি টাকা খরচ করেছে। এদিকে, বৈভবকে ২০২৬ সালের IPL-এর জন্যও ধরে রাখা হয়েছে। এর মানে হল এবারের IPL-এও তিনি ১.১০ কোটি টাকা বেতন পাবেন।
আরও পড়ুন: IPL ২০২৬-এর আগেই গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন সুনীল নারিন, ধন্য ধন্য করছেন অনুরাগীরা
এদিকে, ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকারn২০২৫ সালের IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ৩০ লক্ষ টাকা বেতন পেয়েছিলেন। সেই পারিশ্রমিকের ভিত্তিতেই লখনউ সুপার জায়ান্টস তাঁকে ট্রেড করেছে। তার মানে লখনউ সুপার জায়ান্টসও অর্জুনকে IPL ২০২৬-এর জন্য ৩০ লক্ষ টাকা বেতন দেবে।












