বাংলা হান্ট ডেস্ক: ভারতের ১৪ বছর বয়সী তারকা ব্যাটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট ফের অনুরাগীদের মন জয় করেছে। ঘরোয়া ক্রিকেটে অল্প সময়ে খেলেই বৈভব IPL-এ তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। এরপর তিনি ভারতের জুনিয়র দলগুলির হয়েও অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন। এবার, ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেও তিনি একটি নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।
নতুন বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi):
মূলত, এবার বিজয় হাজারে ট্রফিতে, বৈভব সূর্যবংশী ১৯০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। যেখানে, তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০-রও বেশি। ওই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মোট ৩১ টি চার ও ছক্কা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল লিস্ট এ ম্যাচে সবচেয়ে কম বলে ১৫০ রান করার বিশ্বরেকর্ডও তিনি গড়েছেন।

জানিয়ে রাখি যে, লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বলে ডাবল সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড তৈরি করতে বৈভব ব্যর্থ হলেও, সবচেয়ে কম বয়সে, তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ২০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন। এই ইনিংসে বৈভব সূর্যবংশী ১৬ টি চার এবং ১৫ টি ছক্কা মারেন। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির প্লেট গ্রুপ ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের হয়ে খেলতে নেমে বৈভব সূর্যবংশী ৮৪ বলে ১৯০ রান করেন। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৬.১৯।
আরও পড়ুন: এক ফোনেই বাজিমাত! এই দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের, হল ঘোষণা
উল্লেখ্য যে, বৈভব সূর্যবংশী লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বলে ১৫০ রান করা ব্যাটার হিসেবেও বিবেচিত হচ্ছেন। এই কৃতিত্বে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকেও ছাড়িয়ে গেছেন তিনি। ৩৬ বলে সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী মাত্র ৫৪ বলে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। ডি ভিলিয়ার্স লিস্ট এ ম্যাচে ৬৪ বলে ১৫০ রান করেছেন। জানিয়ে রাখি যে, লিস্ট এ ক্রিকেটে এটি বৈভবের প্রথম সেঞ্চুরি।
আরও পড়ুন: ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় খবর! নতুন বছরেই একাধিক নিয়মে বদল, টান পড়বে পকেটে?
সেঞ্চুরির পর সেঞ্চুরি: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী এখনও পর্যন্ত IPL থেকে শুরু করে, ইউথ ODI, ইউথ টেস্ট, ইন্ডিয়া এ, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি করেছেন। এই বাঁহাতি ব্যাটার দুরন্ত গতিতে রান করার জন্য পরিচিত। সামগ্রিকভাবে, বৈভবের পরপর বিধ্বংসী ইনিংস দেখে আরও স্পষ্ট হচ্ছে যে, তিনি হয়তো ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে খুব বেশি দূরে নেই।












