বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত (Vande Bharat Express)। এই ট্রেনটি এক্সপ্রেস আরও উন্নত ও যাত্রীবান্ধব হতে চলেছে। এবার পাটনা (Patna)-হাওড়া (Hawrah) রুটে চলাচলকারী বন্দে ভারত ট্রেনটি ১৬টি কোচের পরিবর্তে ২০টি কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। শুক্রবার থেকে এই ট্রেনটির যাত্রী ধারণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় রেলের এই পদক্ষেপ যাত্রী সেবার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে, পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক জানিয়েছেন, উৎসবের মরশুম ও শ্রাবণ মেলা উপলক্ষে যাত্রীদের ভিড়ও যাত্রীদের সুবিধার কথা মাথায় দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাটনা হাওড়া রুটের এই ট্রেনটিতে প্রতিদিন আরও ৬০০ জন যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবেন।
পাটনা-হাওড়া বন্দে ভারতের যাত্রীদের জন্য সুখবর (Vande Bharat Express)
এবার থেকে ১৬ নয়, ২০ কোচের বন্দে ভারত চলবে হাওড়া-পাটনা রুটে।সূত্রের খবর, এটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রুট এটি। সবসময়ই যাত্রীদের লম্বা ওয়েটিং লিস্ট চোখে পড়ে। আর এই ভিড়ের কথা মাথায় রেখেই পাটনা-হাওড়া রুটে ২০ কোচের বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নিল রেল। শুক্রবার থেকে নয়া বন্দে ভারত ট্রেনটি এই রুটে চালানো হবে বলে জানিয়েছে রেলের তরফ থেকে।
উল্লেখ্য, প্রথমদিকে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আটটি কোচ নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে টিকিটের চাহিদা বাড়ার কারণে পরবর্তীতে এর কোচের সংখ্যা ১৬টি কোচে করা হয়। তবে এবার দ্বিতীয়বারের মতো যাত্রী চাহিদা বিবেচনা করে কোচের সংখ্যা বাড়িয়ে করা হল ২০টি। আরও ৪ টি কামরা বেশি হওয়ায় যাত্রীরা উন্নতি সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি অতিরিক্ত চারটি কামরার মধ্যে দুটি এক্সিকিউটিভ ক্লাস ও দুটি চেয়ার কার কামরা হবে। যা যাত্রীদের জন্য আরও বিকল্প প্রদান করবে।
আরও পড়ুন: নিম্নচাপ সরতেই হাজির নয়া ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে ফের দাপট দেখাবে ঝড়-বৃষ্টি, কবে থেকে?
প্রসঙ্গত, পাটনা হাওড়া বন্দে ভারত (Vande Bharat) পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেছে। এই ট্রেনটি প্রায় ৫৩১ কিলোমিটার দূরত্ব মাত্র ৬ ঘন্টা ৫০ মিনিটে অতিক্রমণ করে। যা এই রূপের অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই কম সময় লাগে। পাশাপাশি, পাটনা হাওড়া বন্দে ভারত ট্রেনটি পাবলিক হল্ট সহ মোট দশটি স্টেশনে থামে। যার মধ্যে রয়েছে- পটনা সাহেব, বখতিয়ারপুর জংশন, মোকামা জংশন, লক্ষ্মীসরাই জংশন, জাসিডিহ জংশন, জামতারা, আসানসোল জংশন এবং দুর্গাপুর। এছাড়াও, অতিরিক্ত কোচযুক্ত হওয়ার ফলে এই রুটে ভ্রমণের চাহিদা আরও বাড়াবে বলে মনে করছে রেল দফতর। বন্দে ভারত ট্রেনটি ২০টি কামরা যুক্ত করার সিদ্ধান্তে আমজনতার থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।