অবশেষে চালু হচ্ছে হাওড়া-বারাণসী বন্দে ভারত, কবে থেকে ছুটবে? মুখ খুলল ভারতীয় রেল

বাংলা হান্ট ডেস্ক : তবে কি ফের বাংলার (West Bengal) ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে? ফের এক নয়া বন্দে ভারত (Vande Bharat) পাবে রাজ্য। দীর্ঘদিন ধরে যে রুটে বন্দে ভারত এক্সপ্রেসের আশায় দিন গুনছে বঙ্গবাসী, সেই রুটে কি অবশেষে চালু হতে চলেছে ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন? দীর্ঘ জল্পনার পর হাওড়া বারাণসী (Howrah Varanasi) রুট নিয়ে মুখ খুলল ভারতীয় রেল (Indian Railways)।

আসলে বিগত কয়েকদিন ধরেই সমগ্র সোশ্যাল মিডিয়া ছেয়ে রয়েছে একটা খবর। দাবি করা হচ্ছে, শীঘ্রই নাকি চালু হতে চলেছে হাওড়া-বারাণসী বন্দে ভারত। তবে এইদিন ভারতীয় রেল স্পষ্ট করে জানিয়ে দিল যে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। হাওড়া-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার খবরে কোনও সত্যতা নেই।

   

সেই সাথে রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, বন্দে ভারত এক্সপ্রেসের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। প্রসঙ্গত উল্লেখ্য, যে ছবিটি সোশ্যালে ভাইরাল হয়েছে তাতে হাওড়া-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের একটি সময়সূচি তৈরি করা ছিল। এবং ঐ ভাইরাল ছবি ছিল হুবহু সরকারি বিজ্ঞপ্তির মতোই।

আরও পড়ুন : গুগল ক্রোম ব্যবহার করেন? ঘটে যেতে পারে বড় বিপদ, কড়া সতর্কবার্তা জারি কেন্দ্রের

ছবির দাবি অনুযায়ী, হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ভোর ৫টা ৩০ মিনিটে এবং বারাণসী পৌঁছাবে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ। এরপর ট্রেনটি বারাণসী থেকে হাওড়া ফিরবে ২টো ৪৫ মিনিট নাগাদ এবং হাওড়া পৌঁছাবে রাত ১১টা নাগাদ। একই সাথে এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ঠিক কোথায় কোথায় থামবে সেই স্টপেজের নামও উল্লেখ করা ছিল। তবে এই সবটাই ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় রেল।

আরও পড়ুন : ‘পরীক্ষা দিতে যেতে পারব তো?’ অশান্তি পরিবেশের মধ্যে আতঙ্কে ভুগছে সন্দেশখালির মাধ্যমিক পড়ুয়ারা

1 267

প্রসঙ্গত উল্লেখ্য, ওদিকে গোটা দেশজুড়ে চলছে মোট ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস। যারমধ্যে মোট পাঁচটি বন্দে ভারত পেয়েছে বাংলা। এই পাঁচটি রুট হল, হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এমন পরিস্থিতিতে হাওড়া-বারাণসী রুটে বন্দে ভারতের জন্য আশা করে বসে আছে সকলেই। যদিও পূর্ব রেল এখনও সেরকম কোনও সুখবর শোনায়নি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর