বাংলাহান্ট ডেস্ক : ভারতের সাধারণ মানুষের কাছে পরিবহনের মেরুদণ্ড ভারতীয় রেল ব্যবস্থা। এই রেল ব্যবস্থা গ্রাম ছাড়িয়ে প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে। অল্প খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য অধিকাংশ মানুষ বেছে নেন রেলকে। ভারতীয় রেলের (Indian Railways) উপর প্রতিদিন প্রায় এক কোটি মানুষ নির্ভরশীল যাতায়াতের জন্য।
সময়ের সাথে তাল মিলিয়ে ভারতীয় রেলে বেশ কিছু পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল আধুনিক রেল ব্যবস্থা। যত দিন যাচ্ছে ততই রেল নিজেদেরকে আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এই উন্নতির চেষ্টার অন্যতম একটি ফসল হল বন্দে ভারত এক্সপ্রেস। আধুনিক ভারতের সেমি হাই স্পিড এই ট্রেন যেমন দ্রুতগামী, তেমনই বিলাসবহুল।
আরোও পড়ুন : LPG থেকে বার্থ সার্টিফিকেট! ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম, বিপদে এড়াতে সতর্ক হন
বর্তমানে দেশের ৩৪টি রুটে যাতায়াত করে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী দিনে আরো বেশ কিছু রুটে নামানো হবে এই ট্রেন। এই আবহে একটি বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে বন্দে ভারতের জন্য। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ মাস বন্দে ভারতের যাত্রীদের পরিবেশন করা হবে না প্যাকেটজাত খাদ্য।
আরোও পড়ুন : আগামী মাস থেকে দিতে হবে অতিরিক্ত বিদ্যুৎ বিল! বৃদ্ধি পাচ্ছে ৫-৭ শতাংশ খরচ, মাথায় হাত আমজনতার
যাত্রীদের থেকে হাইজিন সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর রেল এই সিদ্ধান্ত নিয়েছে। সার্কুলার জারি করে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আগামী ছয় মাস পরীক্ষামূলকভাবে জারি থাকবে। প্যাকেজ জাত খাবার যেমন বেকারি আইটেম, মিষ্টি, কোল্ড ড্রিংকস ইত্যাদি নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ছিল রেলের কাছে।
এই অভিযোগের প্রেক্ষিতেই রেলের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এছাড়াও রেল বলেছে, ক্যাটারিং পরিষেবার জন্য এবার থেকে অগ্রিম বুকিং করতে হবে যাত্রীদের। এরপর যাত্রার ২৪ থেকে ৪৮ ঘণ্টার আগে রেলের পক্ষ থেকে যাত্রীদের ফোন করে কনফার্ম করা হবে। এছাড়াও যাত্রা করার সময় যাত্রীরা যদি খাবারের অর্ডার দেন তাহলে অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে।