আর মাত্র কয়েক দিন! এই মাস থেকেই চলবে দেশের প্রথম বন্দে মেট্রো, বড় তথ্য দিল রেল

বাংলাহান্ট ডেস্ক : মেট্রোপ্রেমী দেশবাসীকে উপহার ভারতীয় রেলের। মিলল সবুজ সংকেত। সব ঠিক থাকলে মে মাসেই চালু হবে বন্দে ভারত মেট্রো। রেল সূত্রে জানা গিয়েছে, ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে ১৬ কোচের এই বন্দে ভারত মেট্রো। কাজ ৭০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। বন্দে মেট্রো ট্রেন নির্মাণের কাজ জোর কদমে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রীনিবাস বড়।

বলে রাখা ভালো, বন্দে ভারত মেট্রো ট্রেনের নকশা নকশা করেছেন এই শ্রীনিবাস। দেশের প্রায় সব রাজ্যের পা রেখেছে প্রিমিয়াম এবং হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের বেশ কিছু নতুন সংস্করণ আসার কথাও ছিল। বন্দে ভারত মেট্রো, বন্দে ভারত স্লিপার ট্রেন, বন্দে ভারত নন এসি ট্রেন ছিল তালিকায়। এবার জানা গিয়েছে ,দেশে চালু হচ্ছে বন্দে ভারত মেট্রো।

আরোও পড়ুন : প্রয়োজন হবে না এসির! একবাটি বরফেই ঠান্ডা করে ফেলুন ঘর, দেখে রাখুন দুর্দান্ত এই টিপসটি

শ্রীনিবাস জানান, আগামী মে মাসে প্রথম রেক নামার কথা ট্র্যাকে। চলতি মাসের শেষের দিকে কারখানায় পরীক্ষার জন্য তৈরি হবে প্রথম প্রোটোটাইপ। যদিও ৩০% মতো কাজ বাকি রয়েছে। ১৬টি কোচের ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর কোচগুলি পরীক্ষা করা হবে রেলের তরফে। তারপরেই ভারতীয় রেলের পরিষেবা দেওয়া হবে। জিএম আরোও জানান, চলতি অর্থ বর্ষে নয়টি বন্দে ভারত মেট্রো তৈরীর কথা রয়েছে।

আরোও পড়ুন : প্রাক্তন LIC এজেন্ট থেকে আজকের বিলিয়নিয়ার! কীভাবে এত টাকার মালিক হলেন লছমন দাস মিত্তাল?

২৫০ কিলোমিটার দূরত্বে এই বন্দে ভারত মেট্রো আন্তঃনগর যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন হিসেবে ট্র্যাকে নামবে। বন্দে ভারত এক্সপ্রেস এর মতই দেখতে হবে ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট বন্দে মেট্রো ট্রেন। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ২৮০ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন বন্দে ভারত মেট্রোর মধ্যে বসতে পারবেন ১০০ জন। বাকি ১৮০ জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন।

vande metro 1024x576.jpg

১৬টি কোচে সব মিলিয়ে মোট ৪ হাজার ৩৬৪ জন যাত্রী আরামদায়ক ভাবে ভ্রমণ করতে সক্ষম। প্রতিবন্ধীদের সুবিধার্থে প্রত্যেকটি কোচে থাকবে হুইল চেয়ারে প্রবেশযোগ্য টয়লেট সুবিধা।আরোও জানা গিয়েছে,জরুরি পরিস্থিতিতে লোকো পাইলট এর সঙ্গে যোগাযোগের জন্য টকব্যাক এর সুবিধা থাকবে। শুধু তাই না, কোচে থাকবে ১৪টি সেনসরসহ অগ্নি ও ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থাও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর