অপেক্ষার অবসান! শেষ ট্রায়াল রান! এবার কী তবে বাংলায় ছুটবে বন্দে ভারত মেট্রো?

বাংলাহান্ট ডেস্ক: বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) পরিষেবা শুরুর ব্যাপারে তৎপর হয়ে উঠেছে রেল (Indian Railways)। চেন্নাইতে হয়ে গেল বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) ট্রায়াল রান। বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) একটি রেকের ট্রায়াল রান (Trial Run) হয়েছে চেন্নাইয়ের ভিল্লাভাক্কম স্টেশন থেকে।

বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) ট্রায়াল রান (Trial Run)

এই ট্রায়াল রান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। অনেকে  তাদের হাতে থাকা মোবাইল ফোনের ক্যামেরায় তোলেন বন্দে ভারত মেট্রোর ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে অনেকটা সাধারণ ট্রেনের কামরার মতই বন্দে ভারত মেট্রোর ভেতরটা। ছবিতে দেখা গেছে বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) রেকের ভেতর আড়াআড়ি ভাবে দুই পাশে রয়েছে বসার সিট।

আরোও পড়ুন : স্কুলে ঠিকঠাক পৌঁছল তো সন্তান? সেই দুশ্চিন্তা এখন অতীত! আসছে নয়া ব্যবস্থা,কমবে স্কুল ছুটের সংখ্যাও

দুজন করে বসতে পারবেন দুই পাশে। তবে সব বন্দে ভারত মেট্রোর কামরা একই রকম হবে কিনা সেই ব্যাপারে কিছু জানা যায়নি। বন্দে ভারত মেট্রো জুড়ে রয়েছে সিসিটিভি। ১২ টি সিসিটিভি ক্যামেরা থাকছে এতে। শীততাপ নিয়ন্ত্রিত হবে  এই ট্রেনের সাধারণ কামরাগুলিও। আপাতত এই নতুন ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে চেন্নাইতে (Chennai)।

আরোও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন রুদ্রজিৎ-প্রমিতা! অভিনয় থেকে দূরে কি করছেন এই জুটি?

তবে বাংলায় (West Bengal) কবে থেকে এই ট্রেন চলবে তার সিদ্ধান্ত নেওয়া হবে রেলের বৈঠকে। ওই বৈঠকের পরেই জানা যাবে বিস্তারিত। রেলমন্ত্রী আগেই জানিয়েছিলেন, দেশের বড় বড় শহরগুলির মধ্যে যোগাযোগ স্থাপনে বড় ভূমিকা গ্রহণ করবে বন্দে ভারত মেট্রো। এই ট্রেন চলাচল করবে ১০০ কিলোমিটারের মধ্যেকার দূরত্বে।

Vande Metro

নতুন এই ট্রেনের গতিও হবে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো। কিছুদিন আগে জানা গিয়েছিল, শিয়ালদহ-কৃষ্ণনগর (Sealdah-Krishnanagar) রুটের মাধ্যমে বাংলায় শুরু হবে বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro) পথ চলা। তবে সেই পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর