বাংলা হান্ট ডেস্কঃ ভারত জুড়ে বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। ইতিমধ্যেই একাধিক বন্দে ভারত ট্রেন পেয়েছে বাংলা। আর এবার রাজ্যের জন্য আরও বড় উপহার আনতে চলেছে রেল। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) চালু হতে যাচ্ছে বাংলায়, যার সূচনা হবে হাওড়া স্টেশন থেকেই।
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) পাচ্ছে বাংলা
বন্দে ভারত হল সেমি হাই স্পিড ট্রেন, যা সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি গতিতে চলে। এবার সেই যাত্রাই হতে চলেছে আরও আরামদায়ক। কারণ, নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে যাত্রীরা শুয়ে শুয়েই সফর করতে পারবেন। দেশের মধ্যে এই প্রথম বন্দে ভারতের স্লিপার সংস্করণ চালু হতে চলেছে, আর তার প্রথম রুটই হচ্ছে বাংলা।
বছরের প্রথম দিনেই সাংবাদিক বৈঠকে এই নতুন ট্রেনের (Vande Bharat Sleeper) কথা ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, জানুয়ারি মাসেই কলকাতা থেকে গুয়াহাটি রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি হাওড়া স্টেশন থেকেই ছাড়বে।
কবে থেকে বন্দে ভারত স্লিপার চলবে বাংলায়?
ঠিক কবে থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনটি (Vande Bharat Sleeper) নিয়মিত চলাচল শুরু হবে, তা আগামী ২-৩ দিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে সব ঠিক থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। রেল সূত্রে খবর, ১৮ বা ১৯ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রেলমন্ত্রী আরও বলেন, বর্তমানে কলকাতা থেকে অসমের গুয়াহাটি বিমানে যেতে খরচ পড়ে প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা। সেখানে এই বন্দে ভারত স্লিপার চালু হলে অনেক কম খরচে যাতায়াত করা সম্ভব হবে। ভাড়ার দিক থেকেও মধ্যবিত্তের কথা মাথায় রাখা হয়েছে। এই ট্রেনের থার্ড এসি ভাড়া হবে ২৩০০ টাকা, সেকেন্ড এসির ভাড়া ৩০০০ টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া ৩৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন ‘ওয়াটার টেস্ট’ সফলভাবে সম্পন্ন করেছে। সেই পরীক্ষার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গেছে, বন্দে ভারত স্লিপার ট্রেনটি (Vande Bharat Sleeper) ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। সব মিলিয়ে, আরাম, গতি এবং তুলনামূলক কম খরচ, এই তিনের মেলবন্ধনে কলকাতা-গুয়াহাটি যাত্রায় নতুন অভিজ্ঞতা দিতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। বাংলার রেল যাত্রায় এটি যে এক নতুন অধ্যায় খুলতে চলেছে, তা বলাই যায়।












