এবার বন্দে ভারত তৈরী হবে পশ্চিমবঙ্গে! এই কারখানাকে ঘিরে আশায় বুক বাঁধছে রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছে ভারতীয় রেল (Indian Railways) যাত্রার প্রধান ভরসা। প্রতিদিন দেশের প্রায় ৫০ লক্ষেরও বেশি মানুষ রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছান। রেলের তরফ থেকে ভারতীয় রেলকে আরও আধুনিক করার প্রচেষ্টা নেওয়া হয়েছে বেশ কয়েক বছর ধরে। ভারতীয় রেলের এক আধুনিক অধ্যায় সূচনা করেছেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। নতুন দিগন্তের সূচনা করে এই ট্রেন ধীরে ধীরে চালু হচ্ছে দেশের বিভিন্ন শহরে।

অত্যাধুনিক এই ট্রেন যেমন দ্রুতগতির তেমনি যাত্রী সাচ্ছন্দ্যের দিক থেকেও তুলনাহীন। কিছুদিন আগেই বাংলায় হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত রুটে চালু হয়েছে বন্দে ভারত। এবার বাংলার একটি ওয়াগন কারখানায় তৈরি হবে এই ট্রেন। টিটাগড় ওয়াগন লিমিটেডের ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড বন্দে ভারত তৈরীর বরাত পেয়েছে। এই কারখানাকে দেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকার অর্ডার।

জানা গিয়েছে, খুব শীঘ্রই এই ওয়াগান কারখানায় তৈরি হবে ট্রেন তৈরির কাজ। বিরাট অংকের এই অর্ডার আসায় নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে টিটাগড় ওয়াগন লিমিটেড। টিটাগর ওয়াগন লিমিটেড ২৫ হাজার কোটি টাকার বরাত পেয়েছে। এর বিনিময় তারা তৈরি করবে ৮০ টি বন্দে ভারত এক্সপ্রেস। এর পাশাপাশি তারা ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে ৩৫ বছরের জন্য।

BHEL

এই তথ্যগুলি পাওয়া গেছে রেলের এক উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে। টিটাগড় ওয়াগন লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা এমডি উমেশ চৌধুরী পিটিআইকে বলেছেন, “৮০ সেট ট্রেন তৈরি করতে পারব আমরা। এর জন্য খরচ হবে ২৫০০০ কোটি টাকা। ৩৫ বছরের জন্য দেখভাল করার দায়িত্ব পেয়েছি আমরা। এই বরাতের মাধ্যমে টিটাগড় ওয়াগন লিমিটেড সম্পর্কে মানুষের ধারণা বদলে যাবে। এই চুক্তি আমাদের কাছে খুবই সম্মানজন। “

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর