বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের গণপরিবহণগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে রেলপথ (Indian Railways)। শুধু তাই নয়, রেলপথকে দেশের “লাইফলাইন”-ও বলা হয় থাকে। এদিকে, এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রীসংখ্যাও। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের সঠিক এবং সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।
পাশাপাশি, সরকারের তরফেও দেশজুড়ে রেলপথ সম্প্রসারণ এবং রেলপথকে গতিশীল করার বিষয়ে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে দেশের বড় বড় রেল স্টেশনগুলিকেও। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা। এমনিতেই এখন দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেসের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন।
বিভিন্ন রুটেই চলাচল শুরু করেছে এই ট্রেন। যেটি ইতিমধ্যেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি, দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল অত্যন্ত তৎপরতার সাথে প্রস্তুতিও নিচ্ছে। ঠিক এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, এবার বন্দে সাধারণ ট্রেন আনছে রেল।
আরও পড়ুন: বোতাম টিপলেই বাড়ি হয়ে যাবে Wi-Fi জোন! এইদিন লঞ্চ হচ্ছে Jio AirFiber, এটির দাম এবং ফিচার্স অবাক করবে
তবে, বন্দে সাধারণ হবে সম্পূর্ণ নন-এসি ট্রেন। এছাড়াও, এই ট্রেন হবে পুশ-পুল ধরণের। সম্প্রতি ICF-এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য জানিয়েছেন, এই ট্রেনগুলি হবে এসি বিহীন ট্রেন। পাশাপাশি, এই পুশ-পুল ট্রেনে থাকবে ২২ টি কোচ ও একটি লোকোমোটিভ। এমতাবস্থায়, বন্দে ভারত ট্রেনগুলি লঞ্চ হবে আগামী ৩১ অক্টোবরের আগে।
আরও পড়ুন: এটাই হল আম্বানি দম্পতির প্রিয় রিসর্ট! এখানকার এক রাতের ভাড়াই অনেকের কাছে সারাজীবনের রোজগার
এদিকে, জানা যাচ্ছে যে বন্দে সাধারণ ট্রেন হাওড়া থেকেও চলবে। তবে, রেল এই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো ঘোষণা না করলেও চারটি সম্ভাব্য রুটের বিষয়েও সামনে এসেছে। অনুমান করা হচ্ছে, এই ট্রেন হাওড়া-নয়াদিল্লি, পাটনা-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি এবং হায়দ্রাবাদ-নয়াদিল্লির মধ্যে চলাচল করতে পারে।