বারাণসী ভ্রমনে শুধুই ঘাট নয়, ঘুরে দেখুন অপূর্ব এই ৪ দর্শনীয় স্থান, হবেন মুগ্ধ

Published on:

Published on:

Varanasi not just the ghats but these 4 amazing places to visit you will be amazed

বাংলা হান্ট ডেস্ক: সামনেই পুজো। আর পুজোর ছুটিতে ঘুরতে যাবে বলে অনেকেই নানান জায়গার টিকিট কেটে রেখেছে। কিন্তু আপনি কোথায় যাবেন তা বুঝে উঠতে পারছেন না। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এবারের পূজোর ছুটিতে ঘুরতে যেতে পারেন বারাণসীতে (Varanasi)।

শুধু মন্দির নয়, বারাণসীর আছে আরও অজানা ইতিহাস (Varanasi)

বারাণসী ঘুরতে কম বেশি তো অনেকেই গেছেন। আর বারাণসী কথা বললেই সবার আগে মাথায় আসে গঙ্গার ঘাট, নানান অলিগলি, কাশী বিশ্বনাথ মন্দির, রাব্বি লস্যি সহ বেশ কিছু চিহ্ন। যা এই শহরটির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। তবে এই সুপ্রাচীন শহরটির সময়ের হাত ধরে আধুনিকতার ছোঁয়াও লেগেছে। এবার পুজোয় আপনি যদি বারাণসী যাওয়ার প্ল্যান করেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোতে ঘুরতে যাবেন।

কাশী বিশ্বনাথ মন্দির: বারাণসীর অন্যতম আকর্ষণ কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দির ঢেলে সাজানো হয়েছে। পাশাপাশি এই মন্দিরে প্রবেশদ্বারে রয়েছে একাধিক গেট। এখানে পূজো দিতে গেলে আপনাকে দীর্ঘ লাইনে পড়তে হবে। পাশাপাশি এই মন্দিরের লাগোয়া রয়েছে প্রাচীন জ্ঞানবাপী মসজিদ।

Varanasi not just the ghats but these 4 amazing places to visit you will be amazed

আরও পড়ুন: অল্প বয়সী তরুণদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে কোলন ক্যান্সার, চিনুন প্রাথমিক লক্ষণগুলো, নইলে বিপদে পড়বেন

যন্তর-মন্তর: দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে মানমহল ঘাট। এটি যন্তর-মন্তর নামে বেশ পরিচিত। এখানে রয়েছে এক বড় সূর্য ঘড়ি। পাশাপাশি, মানমহল ঘাটে মিউজিয়াম তৈরি করা হয়েছে ২০১৯ সালে। মিউজিয়ামে বেনারস সম্পর্কিত পৌরাণিক কাহিনি ছবি ও শব্দের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

রাজঘাট: লাল খান মাকরার একদম পাশেই রয়েছে রাজঘাট। জানা যায় ১৯৪০ সালে কাশি রেলস্টেশন সম্প্রসারণ এর সময় মাটির নিচ থেকে প্রাচীন ইট খুঁজে পাওয়া যায়। তখন থেকে এই রাজঘাট অষ্টম শতাব্দীর প্রত্নস্থল।

লাল খানের মাকবারা: লাল খান ছিলেন বেনারসরে (Varanasi) রাজা বলবন্ত সিংহের সেনাপতি। লাল খানের তোমাদের ওপরই বলবন্ত সিং নির্মাণ করেছিলেন এই সুদৃশ্য মাকরাবা।