বিবিধ সরকারী ক্ষেত্রে প্রচুর শূন্যপদে নিয়োগ, জেনে নিন বিশদে

বাংলাহান্ট ডেস্কঃ  সরকারি চাকরি করতে সকলেই চায়। ভালো বেতনের পাশাপাশি জব সিকিউরিটি সরকারি চাকরিকে আকর্ষনীয় করেছে। বর্তমানে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষার্থীদের তিনটি পৃথক কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি জারি হয়েছে আরও কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি, জেনে নিন বিশদে

8662 job

বিজ্ঞানী পদে শূন্যপদ
জাতীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট বিজ্ঞানী নিয়োগের জন্য আবেদন চেয়েছে।  495 পদে পদে হবে নিয়োগ। নিয়োগের আওতায় বিজ্ঞানী – ‘বি’ গ্রুপ ‘এ’ এবং বৈজ্ঞানিক / প্রযুক্তিগত সহকারী – ‘এ’ গ্রুপ ‘বি’ পদে শূন্য পদ পূরণের জন্য আবেদন করা হয়েছে।

 টিজিটি শিক্ষকের জন্য নিয়োগ

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (এইচএসএসসি) প্রচুর টিজিটি শিক্ষকের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।  ২৪ শে মার্চের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের বাছাই লিখিত পরীক্ষার ভিত্তিতে করা হবে।

 স্টাফ নার্সের শূন্যপদ

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (ডাব্লুবিএইচআরবি) 9333 পদের  স্টাফ নার্সের শূন্য পদের জন্য নিয়োগ দিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৩ শে মার্চ ২০২০।  বয়সসীমা 18 থেকে 39 বছর ।

সংরক্ষণকর্মীদের জন্য শূন্যপদ

পশ্চিমবঙ্গে, সংরক্ষণকর্মীদের জন্য 858 টি পদ প্রয়োগ করা হয়েছে। ২০২০ সালের ১৫ ই এপ্রিলের মধ্যে আবেদন করা যেতে পারে। নির্বাচিত প্রার্থীরা স্তর 1 এর অধীনে বেতন পাবেন। এর জন্য বয়সসীমা 40 বছর রাখা হয়েছে।

নির্বাচন কমিশনে জুনিয়র সহকারী পদে নিয়োগ

ইউকেএসএসএসসি-তে জুনিয়র সহকারী পদগুলির  746 জনকে বাছাই করা হবে।  আবেদনের ফি  ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চালান এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন। নিয়োগের বয়সসীমা 18 থেকে 42 বছর নির্ধারণ করা হয়েছে।

 ইন্ডিয়ান অয়েলে নিয়োগ

আইওসিএল জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ৫০০ শূন্য পদ পূরণের জন্য  শুধুমাত্র 24 বছর বয়সী যুবকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 20 মার্চ।

 রাজস্থান পুলিশ নিয়োগ

রাজস্থানে হোম গার্ড হিসাবে অষ্টম পাসেরা আবেদন করতে পারবেন।  বয়সসীমা 18 থেকে 35 বছর পর্যন্ত রাখা হয়েছে।


সম্পর্কিত খবর