বাংলাহান্ট ডেস্ক : অনেকেই ভাবেন ব্যবসা করতে গেলে প্রয়োজন হয় মোটা অংকের মূলধনের। কিন্তু একটু বুদ্ধি খাটালেই অত্যন্ত স্বল্প বিনিয়োগে আপনারা চালু করতে পারেন একটি ব্যবসা। ব্যবসা শুরু করার জন্য সব সময় প্রয়োজন হয় না মোটা অংকের বিনিয়োগের। একটু বুদ্ধি আর সদিচ্ছা থাকলেই শুরু করা যায় ব্যবসা। আজকের প্রতিবেদনে আমরা এমন পাঁচটি বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করব যেগুলি অত্যন্ত কম মূলধনে আপনারা শুরু করতে পারেন।
• পরিবেশ বান্ধব ব্যাগ: ইদানিং কালে বহু জায়গায় পলিথিন ব্যাগ বা প্লাস্টিক নিষিদ্ধ হয়ে গেছে। সামান্য কিছু মূলধন দিয়ে আপনি এখন চালু করতে পারেন কাগজ বা কাপড়ের ব্যাগ তৈরির ব্যবসা। প্রথমে ছোট স্কেলে স্থানীয় এলাকায় এই ব্যাগ তৈরি করে বিক্রি শুরু করুন। ধীরে ধীরে এই ব্যবসা বড় হতে পারে।
আরোও পড়ুন : ঘরে বসেই মোটা টাকার হাতছানি! অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন না তো? খেয়াল করুন এই বিষয়গুলি
• আইরন সার্ভিস-এর ব্যবসা: আপনারা চাইলে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করতে পারেন আইরন সার্ভিস-এর ব্যবসা। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করুন জামা কাপড়। তারপর সেগুলি আইরন করে পুনরায় গ্রাহকের বাড়িতে দিয়ে আসুন। এইভাবে হোম ডেলিভারি আইরন সার্ভিসের ব্যবসা শুরু করতে পারেন।
• কোচিং সেন্টার: শিক্ষা প্রদান অন্যতম একটি মহৎ গুণ। এখান থেকে আপনি আপনার আর্থিক প্রয়োজনীয়তাও মেটাতে পারেন। শুধু পড়াশোনা নয়, হবি ভিত্তিক কোচিং সেন্টার খুলতে পারেন আপনি। এই ধরনের কোচিং সেন্টার আপনি আপনার বাড়িতেই খুলতে পারেন।
আরোও পড়ুন : লরি ও ডাম্পার লাগিয়ে অবৈধভাবে বালি তোলাচ্ছেন কোতুলপুরের বিধায়ক! বিস্ফোরক সৌমিত্র
• ব্লগিং: বর্তমানে ব্লগিং বেশ জনপ্রিয়তা লাভ করেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। আপনার যদি ভালো লেখনি ক্ষমতা থাকে তাহলে বাড়ি বসে এই ধরনের কাজ শুরু করতে পারেন। ব্লগিং এর মাধ্যমে আজকাল অনেকেই মোটা টাকা উপার্জন করছেন।
• পেয়িং গেস্ট: স্কুল, কলেজ বা অফিসের ছেলেমেয়েদের আপনারা পেয়িং গেস্ট পরিষেবা দিয়েও অর্থ উপার্জন করতে পারেন। আপনার বাড়িতে যদি অতিরিক্ত ঘর থাকে তাহলে আপনি পেইং গেস্ট রাখতে পারেন।