বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিনের মধ্যেই বিদায় নেবে বসন্ত। আসবে গ্রীষ্মকাল (Summer)। গ্রীষ্মকালের গরমে আমাদের রেহাই দিতে পারে শুধুমাত্র এসি। কিন্তু সব সময় এসি (Air Conditioner) চালিয়ে রাখা সম্ভব নয়। আবার সবার পক্ষে এসি কেনা সম্ভব নয়। যেভাবে জলবায়ুর পরিবর্তন হয়েছে তাতে আগের থেকে গরম এখন অনেক বেশি।
এই গরমের সময় আপনাকে একটু স্বস্তি দিতে পারে পোর্টেবল এসি (Portable Air conditioner)। সস্তায় আপনি গরমে অনুভূব করতে পারেন শীতের। এই গরমে আপনি কিনতে পারেন সস্তার পোর্টেবল এসি। এই এসির খরচ সাধারণ এসির থেকে অনেক কম। সস্তার এই এসির সাহায্যে আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ঘরের তাপমাত্রা। এতে বিদ্যুৎ খরচ অনেক কম।
নর্ডিক হিউগা এয়ারচিল পার্সোনাল এয়ার কন্ডিশনার: এতে রয়েছে ইন বিল্ট হিউমিডিফায়ারের সঙ্গে থ্রি লেভেলস অব কুলি ও পাওয়ারফুল ফ্যান। এই ডিভাইস ৩০ স্কয়ার ফুট জায়গা ঠান্ডা করতে পারে। এছাড়াও এই ডিভাইসে রয়েছে দুটি রিমুভেল এয়ার ফিল্টার এবং একটি ওয়াটার ট্যাঙ্ক।
সেরোবিয়ার রিচার্জেবল পোর্টেবল এয়ার: রিচার্জেবল এই এসি আপনার জন্য সহায়ক হতে পারে। এতে রয়েছে শক্তিশালী থ্রি স্পীড ফ্যান। এর সাথে রয়েছে 120 ডিগ্রি অসিলেটিং ফিচার যা ঘরের সব অ্যাঙ্গেলকে ঠান্ডা করে। হালকা এই গ্যাজেটটিকে যে কোনো জায়গায় বহন করা সম্ভব।
জেনেরিক পোর্টেবল এয়ার কন্ডিশনার: ছোট্ট পোর্টেবল এয়ারকন্ডিশনে রয়েছে ফোর উইন্ড স্পিড ও টু কুল মিস্ট সেটিং। এই ডিভাইসটি হালকা হওয়ার ফলে আপনি সহজেই এটিকে নাড়াচাড়া করতে পারবেন। এছাড়াও এই ডিভাইসে রয়েছে কালারফুল নাইট লাইট। এটি রাত্রি বেলার জন্য আদর্শ।