এবার বরুন ধবনের সাথে সারা আলী খান এর তৈরি হলো জুটি

বাংলাহান্ট ডেস্ক: পুনরায় তৈরি হচ্ছে গোভিন্দার হিট ছবি “কুলি নম্বর ওয়ান”। ক্যামেরার সামনে থাকছেন বরুন ধাবন ও সারা আলী খান। থাকছে “মেই তো রাস্তে সে যা রাহা থা” গান টি।

পরিচালক ডেভিড ধাবন জানিয়েছেন যে তিনি ওই গানটি কে নিয়ে কোনো জগাখিচুড়ী করতে চান না। নতুন টি কম্পোজ করবেন তনিষ্ক বাগচী। সম্প্রতি ডেভিড জানিয়েছেন এই গান টি হলো ছবির হৃদয়, তাই এইটা নিয়ে কোনো কম্প্রোমাইজ ও করতে চান না তিনি, সময় পাল্টেছে, তাই একটু আলাদা কায়দায় দর্শক দের সামনে তুলে ধরবেন এই গান টি ভারুন ও সারার মাধ্যমে। আগের ভার্সনের ছবিতে কাদের খান এর পরিবর্তে এইবার থাকছে পরেশ রাওয়াল।

9916a4fc c9e9 4ee6 927e 8272cdf457dbছবিটি নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে, বেশিরভাগ কাজ ই নাকি হবে ব্যাংকক এ, যেমন শুনতে পাওয়া যাচ্ছে। এই ছবির শুভ মুক্তি 2020 এর পয়লা মে।

সম্পর্কিত খবর