বাংলা হান্ট ডেস্ক: গাছ আমাদের পরিবেশটা যেমন সুস্থ রাখে। তেমনি আশেপাশের সৌন্দর্যকে বজায় রাখতে সাহায্য করে। কারণ সবুজ পাতার ঢাকা গাছের দিকে চোখ পরলে মন এমনিতেই ভালো হয়ে যায়। এছাড়াও গাছ কি সত্যি আমাদের নানানভাবে সাহায্য করে থাকে। কারণ খাদ্যদ্রব্য থেকে শুরু করে আসবাব আমাদের প্রয়োজনীয় সকল সামগ্রী গাছের থেকে পেয়ে থাকি। তাই বলে আজকাল মানুষেরা শৌখিন গাছ দিয়ে ঘর সাজালেও বাড়ির দালানে থাকা বড় বৃক্ষজাতীয় গাছগুলিকে কেটে ফেলেন। কিন্তু জানেন কি অনেক সময় এই গাছগুলো কাটার ফলে আপনার সংসারে আসতে পারে অশান্তি (Vastu Tips)। হতে পারে বাস্তুর অকল্যাণ। জেনে নিন কোন গাছগুলো বাড়িতে থাকলে সেগুলো কখনোই কেটে ফেলা উচিত নয়।
শাস্ত্রমতে বাড়ির পাঁচ গাছ কাটা নিষেধ, মানলেই মিলবে সুখ-শান্তি (Vastu Tips)
নারকেল: বাড়ির উঠোনে থাকা নারকেল গাছ কখনো কেটে ফেলতে নেই। এর ফলে বাস্তুর ঘর অমঙ্গল হতে পারে। এর পাশাপাশি এই গাছ কাটলে বাড়ি থেকে রোগ বিদায় নিতে চায় না বলে মনে করা হয় (Vastu Tips)।

আরও পড়ুন: ঠান্ডা আবহাওয়ায় গাঁটে ব্যথা কমাতে দারুণ কার্যকর এই ৫ সুপারফুড , জানুন কী কী খেতে হবে
নিম: বাড়িতে নিমগাছ থাকলে তাতে স্বয়ং নারায়নের রূপ মনে করা হয়। আর এই গাছ কেটে ফেললে পরে বাড়ির ওপর অশুভ শক্তি প্রভাব পড়ে। বিশেষ করে গৃহস্বামী ও সন্তানের ওপর মারাত্মক খারাপ প্রভাব পড়তে পারে
বেল: পুজোর কাজে বেল পাতা ব্যবহার করা হয়। এর পাশাপাশি যজ্ঞ করতে গেল প্রয়োজন হয় কাঠবেল। তবে বেল পাতা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ থাকে। তাই এই গাছ চাইলেই কেটে ফেলা যায় না। কারণ এতে মনে করা হয় মহাদেব রুষ্ট হন।
বট: বহু মানুষই মনে করেন বাড়িতে বটগাছ থাকা ভালো নয়। তবে স্বাস্থ্যমতে বিশ্বাস করা হয়, বট গাছের ঈশ্বর বসবাস করেন। তাই যে বাড়িতে বটগাছ থাকে সেই বাড়ির থেকে ইচ্ছামতন এই গাছ কাটা যায় না। যদি এই গাছ কাটা হয় তাহলে বাস্তুর অবস্থা খারাপ হয়। দুর্ভাগ্য এমনকি গ্রাস করে।
অশ্বত্থ: অনেক সময় বাড়ির আনাচে-কানাচে তে ছোট অশ্বত্থ গাছ গজিয়ে উঠতে দেখা যায়। বাড়ির ক্ষতি হবে বলে সেই গাছগুলোকে সাধারণত উপড়ে ফেলে দেওয়া হয়। তবে এই কাজটি করলে শনি দেবতার রুষ্ট হন। তাই কারো বাড়িতে যদি এই গাছ ওঠে তাহলে তাকে সেই গাছ ফেলে না দিয়ে অন্য কোথাও পোঁতার ব্যবস্থা করতে বলবেন (Vastu Tips)।
[বি:দ্র: এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোন দায় নেই বাংলা হান্টের]












