বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজো আসতে আর মাত্র কটা দিন।তারপর ধুমধাম করে শুরু হয়ে যাবে ২০২৫ সালের দুর্গো উৎসব। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। পূজো মানেই বেশ কিছু আচার-আচরণ মেনে চলতে হয় আমাদের। কথিত আছে এসব রীতিনীতি মেনে দেবীকে আহ্বান জানালে তার আশীর্বাদ আমাদের জীবনে থাকে। তো জেনে নিন দুর্গাপূজোর সময় বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন কাজগুলি করলে শুভ ফল পাওয়া সম্ভব (Vastu Tips)।
অভাব-অশান্তি দূরে রাখতে দুর্গাপুজোর আগে ঘরে মানুন এই বাস্তু টিপস (Vastu Tips)
পুজোর সময়ে বাড়িতে সমৃদ্ধি আনতে বাস্তু (Vastu) মতে কিছু টিপ্স মেনে চলা যেতে পারে। প্রধানত, বাড়ির মূল দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে স্বস্তিক ও আম্রপল্লবের তোরণ গড়া শুভ বলে মনে করা হয়। তো জেনে নিন কিছু টিপ্স (Vastu Tips)।
১) ঘর পরিষ্কার করার সময় সব সময় উত্তর-পূর্ব দিক থেকে শুরু করতে হয়। এবং শেষ করতে হয় দক্ষিণ-পশ্চিম দিকে। কারণ মনে করা হয়, উত্তর-পূর্ব দিকেই ঈশ্বরের স্থান থাকে। তাই এই দিক থেকে কাজ শুরু করলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে।
আরও পড়ুন: ডেজার্টে নিয়ে আসুন নতুনত্বের ছোঁয়া! চাল নয়, ছানা দিয়ে বানান পায়েস
২) পুজোর (Durga Puja) সময় কারো সঙ্গে অশান্তি বা ঝামেলায় জড়াবেন না। দুর্গা পুজো হলো আলো আনন্দে উৎসব। বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর সময় ঝামেলা করলে তা আপনার মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করবে। এর ফলে আপনার উন্নতি বাধপ্রাপ্ত হতে পারে।
৩) দুর্গাপূজোর আগে শুধুমাত্র রূপবাদ তামার পাত্র ব্যবহার করা ভালো। বাস্তুমতে দুর্গাপূজার সময় লোহা বাস স্টিলের পাত্র ব্যবহার নিষিদ্ধ। বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি চাইলে এই নিয়মকে মেনে চলা উচিত।
৪) ঘর মোছার সময় সামান্য লবণ জলে মিশিয়ে নিন। মনে করা হয়, লবণের মধ্যে নেতিবাচক শক্তি শোষণ করে। পাশাপাশি ঘরকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে।
৫) শো়য়ার ঘর অপরিষ্কার বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা থেকে বিরত থাকুন। এছাড় রান্নাঘরে ময়লার বাসন বা ডাস্টবিন খোলা রাখা থেকে দূরে থাকুন কারণ এদের থেকে ঘরে রোগ ও শোকের প্রভাব পড়তে পারে (Vastu Tips)।
(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)