Foxconn-এর কাছ থেকে ধাক্কা পেয়েও হাল ছাড়েননি অনিল! সেমিকন্ডাক্টর প্ল্যান্টের জন্য নতুন পার্টনার পেল বেদান্ত

বাংলা হান্ট ডেস্ক: বেদান্ত গ্রুপের (Vedanta Group) প্রতিষ্ঠাতা অনিল আগরওয়াল (Anil Agarwal) ভারতকে সেমিকন্ডাক্টর হাবে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়ে ইতিমধ্যেই বড় ধাক্কার সম্মুখীন হলেও হাল ছাড়েননি তিনি। মূলত, ফক্সকন (Foxconn) বেদান্ত গ্রূপের সাথে ১৯.৫ বিলিয়ন ডলারের চুক্তি থেকে বেরিয়ে আসার পরে তাঁরা চিপ তৈরির জন্য একটি নতুন অংশীদার খুঁজে পেয়েছেন।

ইতিমধ্যেই অনিল আগরওয়াল নিজেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে বলেছেন যে, কোম্পানিটি ভারতে তার সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির জন্য নতুন পার্টনার খুঁজে পেয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, শীঘ্রই তাঁদের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হতে চলেছে।

তিনটি কোম্পানির সাথে কথাবার্তা চলছে: এই প্রসঙ্গে ইংরেজি পত্রিকা মিন্টের সাথে কথোপকথনের সময়ে অনিল আগরওয়াল জানিয়েছেন যে, তাঁর কোম্পানি সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য তিনটি সংস্থার সাথে আলোচনা করছে। ফাউন্ড্রি, চিপস এবং প্যাকেজিং সহ পরীক্ষার জন্য তিনটি ভিন্ন কোম্পানির সাথে কথাবার্তা চলছে। আগামী আড়াই বছরের মধ্যে ভারতে প্রথম সেমিকন্ডাক্টর চিপ তৈরির লক্ষ্য রয়েছে তাঁদের।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বেদান্ত কিছু দিন আগে তাইওয়ানের টেক কোম্পানি ফক্সকনের কাছ থেকে ধাক্কা খেয়েছিল। যদিও, এই ঘটনার পরে অনিল আগরওয়াল হাল ছাড়েননি। বরং তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য নতুন ওয়ার্ল্ড ক্লাস পার্টনার খুঁজেছেন। গুজরাটে অনুষ্ঠিত “সেমিকন ইন্ডিয়া ২০২৩” অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান যে, তাঁর কোম্পানি বেদান্ত সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ফ্যাব তৈরির ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এছাড়াও, অনিল আরও বলেন, গুজরাট ভারতের সিলিকন ভ্যালি তৈরির ক্ষেত্রে সেরা জায়গা।

তাইওয়ানের কোম্পানির কাছ থেকে পেয়েছেন বড় ধাক্কা: প্রসঙ্গত উল্লেখ্য যে, সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য একটি যৌথ উদ্যোগ গঠনের লক্ষ্যে বেদান্ত এবং তাইওয়ানের কোম্পানি ফক্সকনের মধ্যে আলোচনা চলছিল। এমনকি, ওই দুই সংস্থার মধ্যে ১৯.৫ বিলিয়ন ডলারের একটি চুক্তিও হয়। কিন্তু শেষ মুহুর্তে ফক্সকন পিছিয়ে আসে।

Vedanta gets new partner for semiconductor plant

মূলত, ওই দুই সংস্থা গুজরাটে একটি সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে প্রোডাকশন প্ল্যান্ট স্থাপনের জন্য গত বছর চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু এখন ফক্সকন এই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এমতাবস্থায়, ফক্সকনের এহেন ধাক্কার পরে অনিল আগরওয়াল অন্য সংস্থার সাথে চুক্তির জন্য আলোচনা শুরু করেছেন। এদিকে, ইতিমধ্যেই আমেরিকান চিপ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসস (AMD) আগামী পাঁচ বছরে ভারতে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর