করোনার বিপদের মধ্যে আমেরিকার সংসদে পাঠ হল বৈদিক শান্তিমন্ত্র, অবাক হয়ে দেখল পুরো বিশ্ব

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতি নিয়ে সমগ্র বিশ্ব আতঙ্কিত এবং চিন্তিত। কিভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তার উপায় খুঁজতে মরিয়া গবেষকরা। এখনও অবধি সমগ্র বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষ এবং মৃতের সংখ্যা প্রায় ১৫ হাজার। করোনা পরিস্থিতি মোকাবিলা কররা জন্য লকডাউন রাখা হচ্ছে বিভিন্ন দেশ। চিকিৎসকরা এবং দেশের গণ্যমান্য ব্যক্তিরা সর্বদাই বলে চলেছে ঘর থেকে কেউ যেন বাইরে না বেরোন। এই আগামী কয়েকটা দিন নিজেদের ঘর বন্দি করে রাখুন।

amerika 1

করোনার ভাইরাসের (Corona vairas) হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভগবানের কাছে সুখ শান্তি কামনার উদ্যেশ্যে পার্থনা করছেন। এই সংকটজনক পরিস্থিতিতে আমেরিকার সংসদে দেখা গেল ভারতীয় সংস্কার মেনে স্তব পাঠ করতে। আমেরিকায় (America) অবস্থিত হিন্দু মন্দিরের পূজারী স্থানীয় পণ্ডিত রাজগোপালের গলায় শোনা গেল বৈদিক মন্ত্র পাঠ। ভারতীয় সংস্কারের উপর আস্থা রেখে করনা ভাইরাসের সঙ্গে লড়তে মার্কিন নাগরিকরা শান্তি প্রার্থনা করছে।

ভারতের সংস্কৃতির উপর সব দেশেরই প্রথম থেকে বেশি ভরসা রয়েছে। এর আগেই দেখা গেছে ভারতীয় সংস্কৃতি মেনে কিভাবে বৈদেশিক নেতারা হ্যান্ড সেকের বদলে স্পর্শতা থেকে দূরে থাকতে, হাত জোর করে নমস্কার করছেন। বিদেশের নাগরিকরা এখন ভারতের সংস্কৃতি সম্বন্ধে একে অপরকে জানাচ্ছে।

corona 6

আমেরিকার সংসদে ভারতের রীতি মেনে শান্তি পাঠের দৃশ্যই বুঝিয়ে দিচ্ছে, কিভাবে ভারত প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে নিজেদের স্থির রাখে। আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। এবং ৮০০ এর কাছাকাছি মানুষের প্রাণহানি ঘটেছে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর