বাংলা হান্ট ডেস্ক: বাজারে গেলে যথারীতি পকেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। তার ওপর একনাগাড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষ। ক্রমাগত বৃষ্টির ফলে বাজারে দাম বেড়ে সবজির (Vegetable Price)। কিনতে গেলে যথারীতি হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। এই সবজির দাম যে শুধুমাত্র খুচরো বাজারেই প্রভাব পড়েছে তা নয়। পাইকারি বাজারে সবজির মূল্য আগুন ছোঁয়া।
পুজোর আগে সবজির বাজারে আগুন, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে (Vegetable Price)
একনাগাড়ে বৃষ্টির ফলে বাজারে বেড়েছে সবজির দাম। এমনকি রাজ্যের একাধিক পাইকারী বাজার থেকে শুরু করে খুচরো বাজারে সবজির দাম আকাশচুম্বী। তার উপর এই বছর রাজ্যে বৃষ্টির ফলে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন অনেকে (Vegetable Price)।
আরও পড়ুন: সপ্তাহান্তের মেনুতে ইলিশ নয়! থাকুক সর্ষে মাটনের ঝাঁঝালো স্বাদ, রইল রেসিপি
এছাড়াও সবজির দাম বেড়ে যাওয়ায় সবজি কৃষকেরা জানান, চলতি বছরের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের দুই জেলায় যেমন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমান, নদীয়াতে ব্যাপক পরিমাণে সবজি চাষের ক্ষতি হয়েছে। মাঠের সবজি (Vegetable) মাঠের নষ্ট হয়েছে অধিকাংশ।যেইটুকুখানি ফসল পাওয়া গিয়েছে তার চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম। যার ফলে বর্তমানে সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। চাষীদের মতে, বৃষ্টি না কমলে সবজির দাম (Vegetable Price) কমার সম্ভাবনা নেই।
সবজির (Vegetable) দাম বৃদ্ধি পাওয়া, নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান স্থানীয় পর্যায়ে আমদানি কম থাকায় অন্য রাজ্য থেকে সবজি আনতে বাধ্য হচ্ছেন তারা। ওই ব্যবসায়ী জানান, বেঙ্গালুরু, রায়পুর, চেন্নাই, রাঁচি ইত্যাদি জায়গা থেকে টমেটো, বেগুন, ক্যাপসিকাম, ফুলকপি, কাঁচালঙ্কার মতন সবজিগুলো নিয়ে আসতে হচ্ছে। এর ফলে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম বেড়ে গেছে।
এছাড়, সবজির দাম বৃদ্ধি পাওয়ায় ভেজিটেবল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সম্পাদক বিনয়ের সুরকার জানিয়েছেন চলতি বছরে অতিরিক্ত বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সবজির আমদানি কমে এসেছে। যার কারণবশত তারা বাইরের রাজ্য থেকে সবজি আনতে বাধ্য হয়েছে। তাই বর্তমানে সবজির দাম বৃদ্ধি রয়েছে। তিনি জানান, আবহাওয়া ঠিক না হলে সবজির দাম এই রকম উর্ধ্বমুখী থাকতে পারে।