ঢেঁড়স ৯০, টমেটো ১০০, টানা বৃষ্টির জেরে বাজার দরে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

Published on:

Published on:

Vegetable prices hike in Bengal after rain hit harvests

বাংলা হান্ট ডেস্কঃ গত দেড় মাস ধরে রাজ্যে একের পর এক নিম্নচাপ আর তার জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত চাষাবাদ। তারই প্রভাব পড়েছে রাজ্যের বাজারে। ফুলকপি, বেগুন, পটল, উচ্ছে, কাঁকরোল, শশা, ইত্যাদি সব সবজির দাম বেড়েই চলেছে (Vegetable Price Hike)। বিক্রেতাদের দাবি, জোগান কমে যাওয়ায় পাইকারি বাজার থেকেই তারা বেশি দামে সবজি কিনছেন। ফলে খুচরো বাজারে দাম বাড়ছে।

চরচড়িয়ে বাড়ছে সবজির দাম | Vegetable Price Hike

আগে যে ফুলকপি ৩০ টাকায় মিলত, এখন তা কিনতে খরচ হচ্ছে ৫০-৬০ টাকা। বেগুনের দাম কোথাও কোথাও ১০০ টাকাও ছাড়িয়েছে। পটল, ঢ্যাঁরশ, কাঁকরোল, শশা,সবই বিকোচ্ছে ৭০-৮০ টাকার ঘরে। লঙ্কা তো ১০০-১২০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। লাউ, ওল, কিছুই আর সস্তা নয়। টমেটোর দাম আবার ফিরে এসেছে ৭০-১০০ টাকায় (Vegetable Price Hike)।

বৃষ্টিতে বহু সবজি খেত জলের তলায় চলে গেছে, নষ্ট হয়েছে ফসল। ফলে বাজারে সবজির জোগান কম। আর সেই কারণেই দাম বেড়েছে। বিক্রেতাদের দাবি, তাঁদেরও বেশি দাম‌ দিয়েই কিনতে হচ্ছে সবজি, তাই দাম কমিয়ে বা আগের দামে বিক্রি করা সম্ভব নয় (Vegetable Price Hike)।

হঠাৎ করেই বাজার দর বৃদ্ধি (Vegetable Price Hike) পাওয়ায় টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। আগে যেমন সপ্তাহের বাজার ৪০০-৫০০ টাকায় হয়ে যেত, এখন সেটা পৌঁছে যাচ্ছে ৯০০-১২০০ টাকায়। অনেকেই বলছেন, সংসার চালানো দিনদিন আরও কঠিন হয়ে পড়ছে। রাজ্য সরকারের বাজার মনিটরিং টিম কোথায়, তা নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন, বেতন বাড়ছে না, অথচ বাজারে খরচ লাগামছাড়া।

Vegetable prices hike in Bengal after rain hit harvests

আরও পড়ুনঃ ১০ হাজারে বিক্রি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, বাংলায় ধরা পড়ল জালিয়াতিচক্র

কৃষকরা জানাচ্ছেন, একদিকে ফসল নষ্ট হয়ে গেছে, অন্যদিকে দাম পেলেও সেই টাকা তাঁদের হাতে পৌঁছচ্ছে না। এই অবস্থায় রাজ্য সরকার যদি সবজির বাজারে নজরদারি না বাড়ায়, তাহলে আগামী দিনগুলিতে সবজির দাম (Vegetable Price Hike) আরও বাড়তে পারে বলেই আশঙ্কা ক্রেতাদের।