বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির আলোকজ্জ্বল রাতেই এসে পৌঁছাল মর্মান্তিক দুঃসংবাদ। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা শ্রী গোবর্ধন আসরানি (Asrani)। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। সোমবার বিকেল ৪ টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
দীপাবলির রাতে প্রয়াত আসরানি (Asrani)
আসরানির পরিবারের তরফে জানানো হয় তাঁর মৃত্যু সংবাদ। আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা না গেলেও অভিনেতার ব্যক্তিগত সহকারী সংবাদ মাধ্যমকে জানান, তাঁর ফুসফুসে তরল ভরে গিয়েছিল। তিনি জানান, চারদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসরানিকে (Asrani)। চিকিৎসকরা জানান, তাঁর ফুসফুসে তরল ভরে গিয়েছিল।
সম্পন্ন হয়েছে শেষকৃত্য: অভিনেতার শেষকৃত্য ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। অভিনেতার (Asrani) শেষ ইচ্ছা অনুযায়ীই নিঃশব্দে তাঁর শেষকৃত্য সারা হয়েছে বলে খবর। তাঁর ইচ্ছা ছিল, তাঁর মৃত্যুর খবর যেন ঘোষণা না করা হয়। তাই শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই সেই খবর জানানো হয়।
আরও পড়ুন : বহুতল আবাসনে বদ্ধ জায়গায় রমরমিয়ে চলছে বাজির দোকান! শাসকদলকে কাঠগড়ায় তুললেন শ্রীলেখা
দীর্ঘ কেরিয়ার বলিউডে: প্রসঙ্গত, বলিউডের খ্যাতনামা অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন আসরানি (Asrani)। দীর্ঘ পাঁচ দশকের কেরিয়ারে ৩৫০ র-ও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। হাস্যরসাত্মক ছবিতে তাঁর অভিনয় ছিল বিশেষ জনপ্রিয়। শোলে, সালাম মেমসাব, বালিকা বধূ, নমক হারাম, চুপকে চুপকে, রফু চক্কর, হিম্মতওয়ালা, ভুলভুলাইয়ার মতো অগুন্তি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর কমিক টাইমিং ছিল ঈর্ষনীয়।
আরও পড়ুন : শ্রীময়ীই শুরু করেন পুজো, কৃষভিকে গর্ভে নিয়েও করেছিলেন আয়োজন, এবার কাঞ্চনের বাড়ির কালীপুজোয় কী প্ল্যান?
শুধু অভিনয় নয়, পরিচালকের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছিলেন আসরানি। কাজ করেছিলেন গুজরাটি ছবিতে। শেষবার ‘ননস্টপ ধামাল’ ছবিতে দেখা গিয়েছিল আসরানিকে।