বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতে আবারো হারানোর হাহাকার। প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায় (Shubhomoy Chatterjee)। আজ ১৪ জুন সকাল সাড়ে আটটা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। তাঁর প্রয়াণ শোকের আবহ তৈরি করেছে ইন্ডাস্ট্রিতে।
জানা যাচ্ছে, বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। খাদ্যনালীতে ক্যানসার হয়েছিল তাঁর। গত ১৬ মে শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল বলে খবর। কিন্তু শেষরক্ষা হল না।
বড়পর্দা, ছোটপর্দার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বহু সিরিয়াল, ছবিতে কাজ করেছেন। বিশেষ করে সৌমিক সেন পরিচালিত ‘মহালয়া’ ছবিতে তাঁর অভিনয় এখনো মনে রেখে দিয়েছেন দর্শকরা। সুরকার গায়ক পঙ্কজ কুমার মল্লিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত এবং শুভাশিস মুখোপাধ্যায়।
একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন শুভময় চট্টোপাধ্যায়। ‘খনার বচন’ সিরিয়ালে খল চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। শুধু অভিনয় নয়, সংলাপও লিখতেন তিনি। ‘চোলাই’ ছবিতে সংলাপ লেখকের কাজ করেছিলেন শুভময় চট্টোপাধ্যায়। সেরা সংলাপ লেখক হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন তিনি।
শুভময় চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ। ভাস্বর চট্টোপাধ্যায়, লোপামুদ্রা সিনহা, মৈনাক বন্দ্যোপাধ্যায়রা শোকাহত এই মর্মান্তিক খবর শুনে। স্বাগতা মুখোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়রা শোক জ্ঞাপন করেছেন অভিনেতার প্রয়াণে।
অভিনেত্রী পল্লবী দের অকালমৃত্যু দিয়ে শুরু হয়েছিল। তারপর থেকে একের পর এক মৃত্যু মিছিল লেগেই রয়েছে ইন্ডাস্ট্রিতে। পরপর তরুণ অভিনেত্রী মডেলদের মৃত্যু সংবাদে শিউরে উঠেছে টলিপাড়া। কলকাতায় অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন কেকে। আর এবার শুভময় চট্টোপাধ্যায়। পরপর দুঃসংবাদে মুষড়ে পড়েছে স্টুডিও পাড়া।