ভালো নেই সন্ধ্যা রায়! বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন, কি বললেন চিকিৎসকরা?

   

বাংলা হান্ট ডেস্ক: আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy)। সোমবার সকালেই বুকে দারুন অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্ধ্যা রায়। আনন্দবাজার অনলাইনের তরফে সোমবার সকালেই তাঁর কাছে ফোন গিয়েছিল কিংবদন্তি অভিনেতা অনুপ কুমারের জন্মদিন সম্পর্কে দু’কথা শোনার জন্য।

কিন্তু এদিন ৭৯ বছর বয়সী অভিনেত্রীর সহকারী জানান, সন্ধ্যা রায় কথা বলার মত অবস্থায় নেই। তিনি খুবই অসুস্থ। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কি হয়েছে অভিনেত্রীর? জানা যায় আচমকায় বুকে অস্বস্তি  হতে শুরু করে তাঁর। তখনই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার কারণে আপাতত কয়েকদিন তাঁকে হাসপাতালেই ভর্তি থাকতে হতে পারে বলে।

ষাট-সত্তরের দশকে তাঁর অভিনীত বেশিরভাগ বাংলা সিনেমাতেই তাঁর নায়ক হয়েছিলেন অভিনেতা অনুপ কুমার। ১৯৬১ সালে জুটি বেঁধে তাঁদের অভিনীত প্রথম সিনেমা ছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ‘আহ্বান’। এরপরেও একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তাঁরা।

আরও পড়ুন: মাত্র ২ মাসেই টাটা! TRP -র অভাবে ঝাঁপ বন্ধ হচ্ছে জি বাংলার এই নতুন মেগার

যার মধ্যে অন্যতম ‘ঠগিনী’, ‘জীবন কাহিনী’, ‘আলোর পিপাসা’, ‘হাই হিল’, ‘পলাতক’ ইত্যাদি। এছাড়াও জুটি বাঁধতে দেখা না গেলেও তরুন মজুমদার পরিচালিত,’দাদার কীর্তি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, কিম্বা ‘ফুলেশ্বরী’র মতো সিনেমা গুলি আজও চোখে লেগে রয়েছে বাংলা সিনেমা প্রেমীদের। তবে এই অভিনেত্রীকে বর্তমানে আর  দেখা যায় না বাংলা সিনেমায়।

Sandhya Ray

২০১৪ সালে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনের লড়েছিলেন। সে বছর বিপুল ভোটে জয়ী হয়ে দিল্লির সংসদ ভবনেও পা রেখেছিলেন তিনি। তবে এই মুহূর্তে আমরা সকলেই ওনার আরোগ্য কামনা করছি। যাতে উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর