মাত্র তিন বছর বয়সে অভিনয়ে ডেবিউ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সঞ্চালিকা তাবাসুম

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের শেষেও দুঃসংবাদ আসা বন্ধ হল না বলিউড ইন্ডাস্ট্রি থেকে। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী তাবাসুম (Tabassum)। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসাবেও কাজ করেছেন তিনি। শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবীণ অভিনেত্রী। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

অভিনেত্রীর মৃত‍্যুর খবর সংবাদ মাধ‍্যমে প্রথম প্রকাশ করেন তাঁর ছেলে। বিগত কয়েক দিন ধরে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাবাসুম। শুক্রবার হঠাৎ করেই দু বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেদিন রাতেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন প্রবীণ অভিনেত্রী। সোমবার সকালে তাঁর স্মৃতিতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হবে পরিবারের তরফে।

tabassum

প্রসঙ্গত, ১৯৪৪ সালে তৎকালীন বম্বে শহরে জন্মগ্রহণ করেছিলেন তাবাসুম। ১৯৪৭ সালে ‘নার্গিস’ ছবিতে মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসাবে প্রথম অভিনয় করেন তিনি। ইন্ডাস্ট্রিতে ‘বেবি তাবাসুম’ এর জনপ্রিয়তা পেতে দেরি হয়নি। ওই বছরেই মুক্তি প্রাপ্ত আরো দুটো ছবি মেরা সুহাগ, মাঞ্ঝধর এবং ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত বড়ি বহেন ছবিতে অভিনয় ক‍রেছিলে তিনি।

বড় হয়েও অভিনয় কেরিয়ারেই মনোনিবেশ করেছিলেন তাবাসুম। সরগম, সংগ্রাম, দিদার, বৈজু বাওড়ার মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছিল। হিন্দি ক্লাসিক ‘মুঘল-এ-আজম’ ছবিতেও ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাবাসুমকে।

আরো একটি কারণে স্মরণীয় হয়ে রয়েছেন তাবাসুম। ভারতীয় টেলিভিশনের প্রথম টক শো ‘ফুল খিলে হ‍্যায় গুলশন গুলশন’এ সঞ্চালক হিসাবেও দেখা গিয়েছিল তাঁকে। এই সময়েও বিভিন্ন ছবিতে অভিনয় করেছিলেন তাবাসুম। ‘তুম পর হাম কুরবান’ নামে একটি ছবির পরিচালনাও করেছিলেন তিনি।

পরবর্তীকালে ‘পেয়ার কে দো নাম: এক রাধা এক শ‍্যাম’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তাবাসুম। নিজস্ব একটি ইউটিউব চ‍্যানেলও খুলেছিলেন তিনি। নাম ছিল ‘তাবাসুম টকিস’। অভিনেত্রীর স্বামী বিজয় গোভিল, যিনি অভিনেতা অরুণ গোভিলের দাদা, তিনি এখনো জীবিত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর