বাংলাহান্ট ডেস্ক: পর্নোগ্রাফি কাণ্ডে জামিন পেলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা (raj kundra)। মঙ্গলবার সকালে ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে জেল থেকে ছাড়া পান তিনি। গত ১৯ জুলাই পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। এই নিয়ে প্রায় দু মাস হাজতবাসের পর অবশেষে মুক্তির আলো দেখলেন রাজ।
এতদিন পর জেল থেকে বেরিয়ে ক্যামেরার সামনেই চোখ ছলছল রাজের। তাঁর গোটা পরিবারের উপর দিয়ে এই কদিনে বয়ে গিয়েছে ঝড়। পর্ন কাণ্ডে স্বামী গ্রেফতার হওয়ার পর থেকে সমাজের হাজারো চোখ রাঙানি, কটুক্তি সয়ে দুই ছেলে মেয়েকে আগলে রেখেছিলেন স্ত্রী শিল্পা শেট্টি (shilpa shetty)। স্বামীর কলঙ্কের ভার বয়েও হাসিমুখে বাড়ির বাইরে বেরিয়ে কাজ করেছেন।
রাজ জামিন পেতেই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবহ পোস্ট করেন শিল্পা। একটি সুন্দর রামধনুর ছবি শেয়ার করেন তিনি, যেখানে লেখা, ‘রামধনু আছে বলেই বোঝা যায় একটা ভয়ঙ্কর ঝড়ের পরে সুন্দর সময় আসে।’ বাবার জামিনের পর সোশ্যাল মিডিয়ায় সাড়া মেলে ছেলে ভিয়ান রাজ কুন্দ্রারও (viaan raj kundra)।
https://www.instagram.com/p/CUEuT0Rs-Sk/?utm_medium=copy_link
নিজের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে তার। সেখানে মাঝে মাঝেই টুকটাক ছবি, ভিডিও শেয়ার করতে থাকে সে। রাজের জামিনের পরপরই বাড়িতে কিছুদিন আগে হয়ে যাওয়া গণেশ পুজোর ছবি শেয়ার করেছে ভিয়ান। ছবিতে দেখা যাচ্ছে, গণপতির সামনে দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরে বসে রয়েছেন শিল্পা। ক্যাপশনে একটি গভীর বার্তাও দিয়েছে সে। ভিয়ান লিখেছে, ‘ভগবান গণেশের মতো লম্বা শুঁড়, তাঁর ইঁদুরের মতো ছোট বিপদ, মোদকের মতোই মিষ্টি মুহূর্ত। গণপতি বাপ্পা মোরিয়া।’
https://www.instagram.com/p/CUEZi-YPdkA/?utm_medium=copy_link
এর আগে রাজের গ্রেফতারির কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তিনটি আদুরে ছবি পোস্ট করেছিল ভিয়ান। কোনোটায় মায়ের বুকে মাথা রেখে নিশ্চিন্ত ভিয়ান আবার কোনোটায় ছেলের গালে চুম্বন এঁকে দিচ্ছেন শিল্পা। ভিয়ানের পোস্টে ভালবাসা উপচে পড়েছিল। মনের জোর জুগিয়েছিলেন নেটিজেনরা। তবে রাজের জামিনের পর খবর, দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছেন শিল্পা।