লুঙ্গি পড়ে টুম্পা সোনা গানে জমিয়ে নাচ দাদুর, ভিডিও তুমুল ভাইরাল সোস্যাল মিডিয়ায়

Last Updated:

viral video : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। অনেক সময় সেই ছবি বা ভিডিওগুলি তুমুল জনপ্রিয় বা ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল ভিডিও গুলি যেমন আমাদের ভাবিয়ে তোলে তেমনই নির্ভেজাল আনন্দও দেয়। এমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি।

সম্প্রতি রেস্ট ইন পিস নামের একটি ওয়েব সিরিজের আইটেম সং টুম্পা সোনা তুমুল ভাইরাল হয়েছে। পাড়ার প্যান্ডেল থেকে ফেসবুকের ওয়াল, টুম্পার দেখা মিলছে সর্বত্রই।

এতখানি জনপ্রিয় গান যে পাড়ার ভাসানে বাজবে তা তো নতুন করে বলে দেওয়ার নেই। শুধু ভাসান কেন, এই গান এখন বাজছে সর্বত্র। জমিয়ে নাচছেন ছেলে বুড়ো সকলেই। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায়, সকলে মিলে ঘিরে রয়েছে এক বৃদ্ধকে। নীল রঙের লুঙ্গি ও সাদা শার্ট পড়ে জমিয়ে নাচছেন বৃদ্ধ। সমবেত জনতা হাততালি দিয়ে উঠছে তার প্রতিটি মুভে।

অনেকে সেই দৃশ্য ক্যামেরা বন্দীও করে ফেলেন অনেকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। সমবেত জনতার মতো এই ভিডিও ঝড় তুলেছে নেটপাড়াতেও।

X