আমি বিজেপির, তাহলে রাজ্যে নিযুক্ত সমস্ত VC কি তৃণমূলের? প্রশ্ন বিশ্বভারতীর উপাচার্যের

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (bidyut chakraborty), বেশ কিছুদিন ধরেই তাঁকে ঘিরে নানারকম প্রশ্ন উঠেছে। বিশ্বভারতীর জমি বিতর্ক থেকে শুরু করে, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সেখানে আগমন, এমনকি তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলের বলে অভিযোগ- সবকিছুর বিরুদ্ধে এবার মুখ খুললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কথায়, মুখ্যমন্ত্রী আমাকে বিজেপির লোক বলে অভিযোগ করছেন। দেখুন আমাকে বিজেপি সরকার নিয়োগ করেছে, মানে এই নয় যে যেসকল ভিসিকে রাজ্য সরকার নিযুক্ত করেছেন, তারা সকলেই তৃণমূলের লোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, কবিগুরুর গানের লাইন ধরেই বলছি চলব, কিন্তু একা নয়, সমষ্টিগত ভাবে এগোব। যদি বিশ্বভারতীর স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে তা রক্ষা করার জন্য আমি প্রাণও দিতে পারি।

bfljvbjskuf

তিনি আরও বলেন, বিশ্বভারতীর ভিসির ধর্ম অনেকেই পরিস্থিতির চাপে পড়ে সঠিক ভাবে পালন করতে পারেননি। ৫ বছর এখানে কেউ ছিল না। দেখুন আপনার বাড়ির জমি যদি আমি দখল করেনি, তাহলে কি আপনি ছেড়ে কথা বলবেন? সেকারণেই দেওয়ালের প্রসঙ্গ। আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করি, কবিগুরুর আদর্শে বিশ্বাসী আমরা।

বিশ্বভারতীর সম্মানহানি নিয়ে অভিভাবকদের মতামত প্রসঙ্গে তিনি বলেন, দেখবেন empty vessel sound much. শহরের মানুষ আজকের দিনে দু’ঘণ্টা ড্রাইভ করে শান্তিনিকেতনে এসে ভাবেন, এখানে সবকিছু আগের মতই আছে। তবে না, বিশ্বভারতীর স্বার্থ অক্ষুন্ন রেখেই তা যুগের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর