মালদ্বীপে কোটি টাকার বিলাসবহুল ভিলা, সোনার গয়না! রইল অঙ্কিতা-ভিকির বিয়েতে পাওয়া উপহারের তালিকা

বাংলাহান্ট ডেস্ক: নিন্দুকদের মুখে ঝামা ঘষে বিয়েটা সেরে ফেলেছেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। ১৪ ডিসেম্বর মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। ছক ভেঙে সোনালি লেহেঙ্গায় সেজে সাতপাক ঘোরেন তিনি। ভিকি জৈনের (vicky jain) সঙ্গে সম্পর্কটাকে আইনি স্বীকৃতি দিয়েছেন অভিনেত্রী।

নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করেছেন অঙ্কিতা ভিকি। বিয়েতে দু হাত ভরে উপহার দিয়েছেন অতিথিরা। সেসব উপহারের লিস্ট দেখে চোখ কপালে ওঠার জোগাড় আমজনতার। সুন্দরী স্ত্রীকে কোটি টাকার একটি উপহার দিয়েছেন ভিকি। পেশায় ব‍্যবসায়ী ভিকি একটি বিলাসবহুল ভিলা উপহার দিয়েছেন অঙ্কিতাকে। মুম্বইতে নয়, এই ব‍্যক্তিগত ভিলা রয়েছে এই মুহূর্তের সবথেকে ট্রেন্ডিং ডেস্টিনেশন মালদ্বীপে। সেখানকার একটি দ্বীপে স্ত্রীকে ভিলা কিনে দিয়েছেন ভিকি। জানা যাচ্ছে, এই ভিলার দাম প্রায় ৫০ কোটি টাকা।

IMG 20211216 190733
কম যান না অঙ্কিতাও। হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী স্বামীকে একটি পার্সোনালাইজড ইয়ট কিনে দিয়েছেন। বিলাসবহুল এই প্রমোদতরীর দামও নেহাত কম নয়, আনুমানিক ৮ কোটি টাকা! এবার আসা যাক বিয়েতে আমন্ত্রিত অতিথিদের থেকে কী কী উপহার পেলেন ভিকি অঙ্কিতা।

জনপ্রিয় পরিচালক প্রযোজক তথা অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু একতা কাপুর দিয়েছেন ৫০ লক্ষ টাকার উপহার। আরেক অভিনেত্রী মাহি ভিজ যিনি কিনা অঙ্কিতার গার্লস গ‍্যাংয়ের অন‍্যতম সদস‍্যা, তিনি দিয়েছেন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির বিশেষ সংগ্রহ থেকে একটি সুন্দর শাড়ি। সূত্রের খবর, এই শাড়ির দাম আনুমানিক ১৫ লক্ষ টাকা।

IMG 20211216 190756
অভিনেত্রী তথা অঙ্কিতার দীর্ঘদিনের বন্ধু মৃণালিনী ত‍্যাগী দিয়েছেন ১০ লক্ষ টাকার সোনার গয়না। বিগ বসের থাকার জন‍্য প্রিয় বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী রেশমি দেশাই। তবে অঙ্কিতাকে তাঁর উপহারটি পাঠিয়ে দিয়েছেন তিনি। ডিজাইনার নীতা লুলার ডিজাইন করা ১০ লক্ষ টাকা দামের একটি শাড়ি দিয়েছেন রেশমি।

একা অঙ্কিতা নন, দামী উপহার পেয়েছেন ভিকিও। ঋত্বিক ধনজানী তাঁকে দিয়েছেন একটি একটি সুদৃশ‍্য ঘড়ি এবং অঙ্কিতাকে দিয়েছেন একটি হীরের চোকার হার। অঙ্কিতার পবিত্র রিশতা ২.০ সহ অভিনেতা শাহির শেখ দিয়েছেন সোনার গয়না, যার দাম ২৫ লক্ষ টাকা। সৃষ্টি ঝাও দিয়েছেন ৫ লক্ষ টাকার সোনার গয়না।

Niranjana Nag

সম্পর্কিত খবর