ব‍্যাচেলরস পার্টিতে বেয়ার গ্রিলসের সঙ্গে বনেবাদাড়ে ঘুরছেন ভিকি! ঠাট্টায় মজল নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হাতে বাকি আর মাত্র কয়েকদিন। কোথায় বিয়ের তোড়জোড় করবেন তা না, বনেবাদাড়ে ঘুরে অ্যাডভেঞ্চার খুঁজছেন ভিকি কৌশল (vicky kaushal)। সঙ্গী জুটিয়েছেন জনপ্রিয় টিভি তারকা বেয়ার গ্রিলসকে (bear grylls)। বিয়ের আগে গ্রিলসের জনপ্রিয় টেলিভিশন শো ‘ইন টু দ‍্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ এর জন‍্য প্রকৃতির প্রতিকূলতার সম্মুখীন হলেন ভিকি।

‘উরি: দ‍্য সার্জিক‍্যাল স্ট্রাইক’, ‘সর্দার উধম’এর মতো ছবির পর ভিকির কঠোর ব‍্যক্তিত্বের ছাপ পড়েছে দর্শকদের উপর। সেই ভাবমূর্তিটাকে কাজে লাগিয়েই এবার বেয়ার গ্রিলসের শো তে হাজির। অভিনেতা। নিজেই এই বিশেষ এপিসোডের ঝলক শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। আগামী ১২ নভেম্বর ডিসকভারি প্লাস চ‍্যানেলে দেখা যাবে এই এপিসোড।


কমেন্ট বক্সে ভিকির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বেয়ার গ্রিলস স্বয়ং। ভয় না পেয়ে বিপদের মুখোমুখি হয়েছেন অভিনেতা। তাঁকে কুর্নিশ জানিয়েছেন গ্রিলস। কিন্তু ঠাট্টা করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ। কেউ পরামর্শ দিয়েছেন, বিয়ের আগেই যত অ্যাডভেঞ্চার আছে সব করে নিতে। আবার কয়েকজন বলেছেন, গোটা বলিউডকে নিয়ে নিজের  শো তে হাজির করেছেন বেয়ার গ্রিলস।

কিছুদিন আগেই দুবাই থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন ভিকি। ছবিতে কালো জ‍্যাকেট ও সোনালি সানগ্লাসে দেখা গিয়েছিল তাঁকে। বিলাসবহুল গাড়িতে মরুভূমির উপর দিয়ে লং ড্রাইভের ভিডিও শেয়ার করেছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, তিনি ইতিমধ‍্যেই দুবাইয়ের প্রেমে পড়ে গিয়েছে।

https://www.instagram.com/p/CWARdizIgmq/?utm_medium=copy_link

কমেন্টে বক্সে অনুরাগীদের উচ্ছ্বাস উপচে পড়েছে। একজন লিখেছেন, ‘ক‍্যাটরিনার সঙ্গে এবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাবেন ভিকি’। আবার আরেকজনের বক্তব‍্য, সামনেই বিয়ে তাই দুবাইতে ব‍্যাচেলরস পার্টি করতে গিয়েছেন ভিকি। অনেকে সোজিসুজি প্রশ্নও ছুঁড়েছেন বিয়ের গুঞ্জন কি সত‍্যি? তবে কোনো কমেন্টেরই কোনো উত্তর দেননি ভিকি।

সম্পর্কিত খবর

X