খালি গায়ে ঋষিকেশের গঙ্গায় ডুব, হাত জোড় করে প্রার্থনা ভিকির, দেখে ঘাম ছুটল অনুরাগীদের

বাংলাহান্ট ডেস্ক: ‘মাসান’ থেকে কেরিয়ার শুরু। কিন্তু ‘উরি’ই কাঙ্খিত জনপ্রিয়তা এনে দিয়েছিল ভিকি কৌশলকে (Vicky Kaushal)। আর এখন বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ‍্যে একজন হয়ে উঠেছেন তিনি। যতই ক‍্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহিত হন না কেন, মহিলা মহলের কাছে এখনো ‘হ‍্যান্ডসাম হাঙ্ক’ ভিকি।

গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি ক‍্যাটরিনা। তার কয়েকদিন পরেই কাজে ফিরেছেন অভিনেতা। এই মুহূর্তে মুসৌরিতে রয়েছেন তিনি। পরিচালক প্রযোজক করন জোহরের আগামী ছবিতে নায়ক তিনি। শুটের ফাঁকে ঋষিকেষের গঙ্গায় স্নানও সেরে নিয়েছেন ভিকি।

IMG 20220420 201909
ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ভিডিওর শুরুতে দেখা যায়, ঋষিকেশের গঙ্গার সবুজাভ নীল জলের মধ‍্যে ডুব দিয়ে হাত জোড় করে এক মনে প্রার্থনা করছেন ভিকি। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে রাঘব জুয়ালের গান ‘জিন্দেগি জিন্দাবাদ’। কয়েক সেকেন্ডের ভিডিওর ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘হর হর গঙ্গে’।

পরপর বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে ভিকির। বিয়ের পরেই পরিচালক আদিত‍্য ধরের ‘দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও পরিচালক লক্ষ্মণ উটেকরের একটি ছবির শুটিং করছিলেন তিনি। দ্বিতীয় ছবিটির নাম ঠিক হয়নি এখনো। তবে সাম্প্রতিক খবর বলছে, লক্ষ্মণের আগামী ছবি ‘লুকা ছুপি’র দ্বিতীয় ভাগের শুটিং করেছেন ভিকি ও সারা আলি খান। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি ছবি নির্মাতাদের তরফে।

https://www.instagram.com/reel/CckDP9aolhf/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি ক‍্যাটরিনা। দুজনের অসমবয়সী বিয়ে নিয়ে প্রথমটা অনেক কানাঘুঁষো শোনা গিয়েছিল। আদ‍্যোপান্ত পঞ্জাবি পরিবারে ক‍্যাটরিনা মানিয়ে নিতে পারবেন কিনা। বিয়ের মেয়াদ নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বিয়ের পর থেকে জুটির শেয়ার করা ছবিতেই বোঝা গিয়েছে, ক‍্যাটরিনা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর