বাংলায় বহিরাগতদের জায়গা নেই! ২০২৪ এ বিজেপির জেতা সম্ভবই নয়, মন্তব‍্য ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের

বাংলাহান্ট ডেস্ক: অনেক বছর আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা পদ্মভূষণ ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায় (Victor Banerjee)। কিন্তু তবুও তাঁর মুখে গেরুয়া ‘বিরোধী’ মন্তব‍্য। বিজেপি নেতৃত্ব যেখানে ২০২৪ এর নির্বাচনকে পাখির চোখ করেছেন, সেখানে প্রবীণ অভিনেতার স্পষ্ট দাবি, বাংলায় গেরুয়া ঝড় সম্ভবই নয়।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ভিক্টর বলেন, ২০২৪ এ বাংলায় বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই। তাঁর মতে, সমস‍্যাটা বিজেপি পার্টিটাকে নিয়ে নয়‌। আসলে বাংলার মানুষ বহিরাগতদের পছন্দ করে না। ঠিক যেমন তামিলনাড়ু বা বাংলায় কেউ হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবে না। তেমনি অভাঙালিরা এসে হুকুম চালালে সেটাও বাঙালিরা সহ‍্য করে না বলে মন্তব‍্য করেন ভিক্টর।

Victor Award
তিনি নিজে ১৯৯১ সালে পদ্ম শিবিরে যোগ দেন। ওই বছরেই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন তিনি। সম্প্রতি দীর্ঘদিনের কাজের সম্মান পদ্মভূষণ পুরস্কার তুলে দেওয়া হয়েছে অভিনেতার হাতে। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তাঁকে। ৭৫ বছর বয়সী ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায় ভারতীয় ও আন্তর্জাতিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

সত‍্যজিৎ রায়ের ঘরে বাইরে, শতরঞ্জ কি খিলাড়ি, ডেভিড লিনের প্রযোজনায় এ প‍্যাসেজ টু ইন্ডিয়া, রোমান পোলানস্কির বিটার মুনের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ঘরে বাইরের জন‍্য জাতীয় পুরস্কারও পেয়েছেন ভিক্টর।

আগামীতে ইন্দো আর্জেন্টিনীয় ছবি ‘থিঙ্কিং অফ হিম’এ দেখা যাবে ভিক্টরকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর্জেন্টিনীয় লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে কবিগুরুর সম্পর্কের রসায়ন উঠে আসবে ছবির গল্পে। আগামী ৬ মে গোটা দেশে মুক্তি পেতে চলেছে থিঙ্কিং অফ হিম। এছাড়াও বাংলায় ‘আকরিক’ ছবিতেও অভিনয় করছেন ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর