আমেরিকা বা লন্ডন নয় এটা ভারত, ভিডিও দেখে চমকে যাচ্ছে প্রতিটি ভারতীয়

বাংলাহান্ট ডেস্কঃ কতটা দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে ভারত (india)! এই প্রশ্নের উত্তরই পাওয়া গেল সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির (nitin gadkari)  পোস্ট করা একটি ভিডিওতে। মোদি সরকারের (modi government)  তরফে জানানো হয়েছে, দিল্লি থেকে মীরাট পর্যন্ত যাতায়াত ১.৩০ ঘন্টার পরিবর্তে মাত্র ৪৫ মিনিটের মতো হবে।  দুটি শহর সংযোগকারী এক্সপ্রেসওয়ে এখন প্রায় সম্পূর্ণ।

images 2020 09 02T133635.359

মহাসড়কের কাজের অগ্রগতি দেখিয়ে গডকরি এক্সপ্রেসওয়ের একটি টাইম ল্যাপস ভিডিও শেয়ার করেন টুইটারে।  যা দেখে অবাক হয়ে গিয়েছে নেট জনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১ শে ডিসেম্বর, ২০১৫ তারিখে এই দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। ২০২০ সালের মে মাসে এই রাস্তা শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারনে এই রাস্তার কাজ ব্যাহত হয়েছে৷

images 2020 09 02T133615.362

বর্তমানে পুরোদমে কাজ চললেও এখনো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানিয়েছেন, ২৫ শে মার্চ কোভিড -১৯ লকডাউনের কারনে বেশিরভাগ অভিবাসী শ্রমিকরা তাদের গ্রামে চলে গিয়েছেন। এখন ৪০-৫০% কম কর্মী বাহিনী নিয়ে নির্মাণ কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে নতুন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

images 2020 09 02T133605.052

কেন্দ্রীয় মন্ত্রীর পোস্ট করা ভিডিও ভাইরাল হতে সময় লাগে নি। ইতিমধ্যেই প্রায় ৩ মিলিয়ন নেট জনতা দেখে ফেলেছে এই ভিডিওটি। মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। প্রগতির মহাসড়ক হ্যাশট্যাগে তিনি ক্যাপশনে লিখেছেন,  ‘দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েটি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। এটি ট্রাফিককে আরও স্বাচ্ছন্দ্য করবে এবং দিল্লি / এনসিআরের দূষণ হ্রাস করবে।  এরিয়াল ভিডিও আমাদের এটির চলমান এবং সমাপ্ত কাজের ঝলক দেয়।  ‘

https://twitter.com/nitin_gadkari/status/1300077225593634819?s=19

সম্পর্কিত খবর